যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের “যুব কল্যাণ তহবিল” থেকে কক্সবাজারের নির্বাচিত যুব সংগঠনগুলোর মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২০২৪-২৫ অর্থবছরের আওতায় জেলার ১৪ টি যুব সংগঠনকে সাত লাখ পঁচিশ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।
এ উপলক্ষে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,স্বাবলম্বী হতে হলে
যুবদের কর্মমুখী হতে হবে। এ ছাড়া তাদের প্রযুক্তিগত দক্ষতাও অর্জন করা জরুরী।কারণ, দক্ষ যুবসমাজই একটি দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি বলে মন্তব্য করেন জেলা প্রশাসক।
জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভায় যুব সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভা শেষে যুব কল্যাণ তহবিলের অনুদানের চেক বিতরণ করা হয়।
নিজস্ব প্রতিবেদক 




















