কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র মুজিবুর রহমান ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্ট্রোক করে মারা গেছেন!
এমন খবর শনিবার (১৮ অক্টোবর) সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে বিষয়টি একেবারেই গুজব ও মিথ্যা বলে দাবী করেছে তাঁর পরিবার।
সাবেক পৌর মেয়র মুজিবুর রহমানের স্ত্রী ফারহানা রহমান সাংবাদিকদের জানান- মৃত্যু নিয়েও মানুষ আজকাল গুজব রটাচ্ছে। তা খুবই দু:খজনক। মুজিবুর রহমান কোন দেশে আছেন; তা নিশ্চিত না করলেও তিনি শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানান তাঁর স্ত্রী।
নিজস্ব প্রতিবেদক : 



















