চোরাই পথে মিয়ানমার থেকে আনা প্রায় ২৬ লক্ষ টাকার বার্মিজ পণ্যসহ ৬ চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ড।
চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রে এ অভিযান চালানো হয় বলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমার হতে আসা প্রায় ২৬ লক্ষ টাকা মূল্যের ১২ হাজার ৫০০ প্যাকেট সিগারেট ও অন্যান্য পণ্যসহ ৬ জনকে আটক করা হয়। এসময় পাচারকাজে ব্যবহৃত ১ টি বোট জব্দ করা হয়।
জব্দকৃত মালামাল, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্টগার্ডের এই মিডিয়া কর্মকর্তা।
নিজস্ব প্রতিবেদক: 

























