পবিত্র মাহে রমজান এতিম ও মাদ্রাসার ছাত্রদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে কক্সবাজার হোটেল মোটেল জোনের সংগঠন- কক্সবাজার হোটেল এমপ্লয়িজ ইউনিয়ন।
শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় শহরের তিনটি এতিমখানায় এই ইফতার মাহফিল সম্পন্ন হয়।
ইফতার আয়োজনে ছিল হরেক রকমের ফল, ছোলা, মুড়ি, শরবতসহ নানা সুস্বাদু খাবার। এই ইফতার মাহফিলে দুটি মাদ্রাসার মোট ১৮০ জন মাদ্রাসার শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সংগঠনটির লক্ষ্য কক্সবাজার হোটেল সেক্টরে কর্মরত সকলের মধ্যে একতা, সোহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ স্থাপন ও সামাজিক সম্প্রিতির মাধ্যমে পারষ্পরিক সাহায্য সহযোগীতা করা।
সংগঠনটি সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দীন ও সাধারণ সম্পাদক রোকন আহমেদ, বলেন আমরা চেয়েছি সাধারণ ধারার বাইরে গিয়ে ভিন্ন কিছু করতে, যাতে এতিম এবং মাদ্রাসার ভাইদের সাথে ইফতারের আনন্দ ভাগাভাগি করা যায়।
তারা আরো বলেন, প্রতিবছর ইফতার মাহফিল করি আমরা। তবে আমরা এবছর চেয়েছি একটু ভিন্ন কিছু করতে। মাদ্রাসার শিশুদের সঙ্গে ইফতারের সুযোগ পেয়ে আমরা আনন্দিত।