ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দশদিন পর আবারো ঘুমধুম সীমান্তে গোলাগুলির শব্দ, কি হচ্ছে ওপারে? টেকনাফে এসে অপহরণের শিকার সেন্টমার্টিনের যুবক: ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি স্বাধীনতাবিরোধী ও সরকারসৃষ্ট দল দুটি পিআর পদ্ধতিতে নির্বাচন চায়: হাফিজ উদ্দিন বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমানায় মাসব্যাপী জরিপ করবে নরওয়ে জুলাই সনদকে সংবিধানের ওপর প্রাধান্য দিলে ‘খারাপ নজির’ সৃষ্টি হবে: সালাহউদ্দিন আহমেদ দেশের মানুষ এখন সেনাসদস্যদের দিকে তাকিয়ে আছে: সেনাপ্রধান যুবকের জরিমানাসহ ৭ বছরের কারাদণ্ড বঙ্গোপসাগরে বাংলাদেশি অংশে জরিপে নামছে নরওয়ের গবেষণা জাহাজ আন্তর্জাতিক মানের নির্বাচন করতে ৪ মিলিয়ন ইউরো দেবে ইইউ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান ফেব্রুয়ারিতেই নির্বাচন, এরপর আমরা বিদায় নেব : আসিফ নজরুল তিস্তা প্রকল্পে চীনা ঋণ নিতে চায় সরকার, চেয়েছে ৬ হাজার ৭০০ কোটি টাকা ছাত্ররাজনীতিতে পরিবর্তন চান শিক্ষার্থীরা ১৮ থেকে ২৪ আগস্ট পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন ইনানীতে আত্মপ্রকাশ করলো শফির বিল জেলে কল্যাণ সমিতি

মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের বিরোধিতা হচ্ছে যে কারণে

কক্সবাজারের মহেশখালী দ্বীপকে শিল্প ও বাণিজ্যিক অঞ্চলে রূপান্তরের লক্ষ্যে সরকার প্রণীত “মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ (মিডা)” সংক্রান্ত অধ্যাদেশের ক্ষোভ জানিয়েছে দ্বীপবাসী। গত ২৩ জুলাই এই সংক্রান্ত গেজেট প্রকাশ পায়।

গেজেট প্রকাশের পর থেকেই দ্বীপের সাধারণ মানুষ এনিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান।

সোমবার সকালে এই অধ্যাদেশ বাতিলের দাবিতে কক্সবাজার শহরে এসে গণ সমাবেশ করেছে মহেশখালী রক্ষা আন্দোলন নামের একটি সংগঠন। সমাবেশেশ থেকে সরকারের মিডা প্রকল্পকে চরমভাবে প্রত্যাখ্যান করে এই অধ্যাদেশকে স্থানীয় সমাজ, পরিবেশ, জীবন-জীবিকা ও প্রজন্মান্তরের অস্তিত্বের উপর সরাসরি হুমকি বলে মন্তব্য করা হয়।

সংগঠনটি মনে করছে মিডা বাস্তবায়িত হলে -স্থানীয় জনগোষ্ঠীর সামাজিক সম্প্রীতি, সামাজিক ও মানবিক মর্যাদা, পরিবেশগত স্থায়িত্বশীলতা, অর্থনৈতিক স্থিতিশীলতা, নিরাপদ জীবনব্যবস্থা, স্থানীয় জনগোষ্ঠীর ভূমির অধিকার এবং অনাগত প্রজন্মের নিরাপদ ভবিষ্যতের উপর গভীর আঘাত আসবে।

মিডা সম্পর্কে মহেশখালীর মানুষের কোন মতামত নেওয়া হয়নি জানিয়ে কলেজ শিক্ষক অধ্যাপক মকবুল আহমেদ বলেন, মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ (মিডা) নামের যে অধ্যাদেশ সরকার জারি করেছে সেটি সম্পর্কে মহেশখালীর মানুষ কিছুই জানে না। উন্নয়ন করবেন কিন্তু তার ফলে স্থানীয় জনগণের কেমন লাভ বা ক্ষতি হবে সেটি বিবেচনা করা হয়েছে কিনা বা সেটি সম্পর্কে স্থানীয় জনগণের মতামত নেওয়া হয়েছে কিনা সেটিই বড় প্রশ্ন। এখন আমরা অবিলম্বে এই মিডা প্রকল্প বাতিল চাই।

পরিবেশবাদী সংগঠন সিএইচআরডিএফ এর প্রধান নির্বাহী ইলিয়াছ মিয়া বলেন, মিডা প্রকল্পের নীল নকশা তৈরি করেছে বিগত ফ্যাসিস্ট সরকার। যেটি বাস্তবায়ন করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। গণ অভ্যুত্থানের মধ্যদিয়ে ক্ষমতায় আসা অন্তর্বর্তীকালীন সরকারও জনগণের চাহিদা ও আকাঙ্খা পূরণে ব্যর্থ হচ্ছে। যেটির অন্যতম উদাহরণ হচ্ছে মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ (মিডা)।

ইলিয়াছ মিয়া বলেন, ব্রিটিশ কলোনিয়াল এমন হঠকারী সিদ্ধান্তে সরকারের সাথে জনগণের আলোচনা ছাড়া যে মিডা প্রকল্পের বাস্তবায়ন হচ্ছে সেটি অবিলম্বে বাতিল চাই।

মহেশখালী রক্ষা আন্দোলনের সংগঠক আব্দুল মান্নান রানা বলেন, “মহেশখালী শুধু একটি দ্বীপ নয়—এটি বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ অঞ্চল। কৃষি, মৎস্য, লবণ ও পানচাষের উপর নির্ভর করে এখানকার প্রায় ৫ লাখ মানুষের জীবন ও জীবিকা। সরকারের মিডা প্রকল্প বাস্তবায়িত হলে এই ঐতিহ্যবাহী ও প্রাকৃতিক জীবনব্যবস্থার উপর এক ভয়াবহ বিপর্যয় নেমে আসবে। এ প্রকল্প বাস্তবায়ন হলে আগামী ৫ বছরের মধ্যে প্রায় ৩ লক্ষ্য মানুষ উদ্বাস্তু হব।”

মহেশখালীর বড় মহেশখালী ইউনিয়নের বাসিন্দা রুহুল আমিন বলেন,“মিডা প্রকল্পের বাস্তবায়ন মানে মহেশখালীতে দেশি-বিদেশি কর্পোরেটদের দখলদারিত্বের সুযোগ সৃষ্টি করা। এতে বাস্তুচ্যুত হবে হাজারো পরিবার, হারাবে নিজেদের ভূমি ও পরিচয়। উন্নয়নের নামে উপকৃত হবে কেবল কিছু ক্ষমতাধর ব্যক্তি ও কর্পোরেট গোষ্ঠী—না কৃষক, না জেলে, না সাধারণ মানুষ। এই শোষণের রূপ অতীতেও আমরা ব্রিটিশদের সময় দেখেছি।”

সংগঠক আবদু রশিদ মানিক বলেন, ইতোমধ্যে মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্প, গভীর সমুদ্র বন্দর, এসপিএম, এলএনজি ও অর্থনৈতিক অঞ্চল প্রকল্পের কারণে মহেশখালীর প্রাণ-প্রকৃতি ক্ষতিগ্রস্ত। এখন মিডার নামে মহেশখালীকে ধ্বংসের পরিকল্পনা করছে সরকার। মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের নামে মহেশখালীর মানুষকে ভূমির অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করা হচ্ছে। মহেশখালীর বাপ-দাদার কবরস্থান সহ সবগুলো সম্পত্তি মিডা প্রকল্পের নামে বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য রাষ্ট্রীয়ভাবে প্রচেষ্টা চালানো হচ্ছে। আমরা এটা বাতিলের দাবি জানাচ্ছি।

মহেশখালী উপকূলীয় অঞ্চলকে শিল্প ও বাণিজ্যের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তুলতে এবং মহেশখালী ও মাতারবাড়িতে চলমান মেগা উন্নয়ন প্রকল্পগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে ‘মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ, মিডা (Maheshkhali Integrated Development Authority- MIDA) গঠন করেছে সরকার। গত ২৩ জুলাই বুধবার সরকারি গেজেটের মাধ্যমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

এর আগে ১০ জুলাই মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৫-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ।

তারও আগে গত বছরের ১৭ এপ্রিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এক মন্ত্রিসভার বৈঠকে ‘মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৪’-এর খসড়া অনুমোদন দেয়া হয়েছিলো। কক্সবাজারের মহেশখালী ও মাতারবাড়ী এলাকায় চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজ সমন্বিতভাবে করার জন্য এই কর্তৃপক্ষ করার সিদ্ধান্তের কথা বলেছিলো শেখ হাসিনার মন্ত্রিসভা।

তবে ২৯ জুলাই শেখ হাসিনার মন্ত্রীসভা এর নাম পালটে ‘মহেশখালী-কুতুবদিয়া সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ’ নামে মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইনের চূড়ান্ত অনুমোদন দিয়েছিলো।

নতুন প্রকাশিত গেজেট অনুযায়ী, এই কর্তৃপক্ষ মহেশখালী এলাকায় সমন্বিত উন্নয়ন কার্যক্রম পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত হবে। পরিকল্পিত শিল্প স্থাপন, বিদ্যুৎ, পরিবহন, ভূমি ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট অবকাঠামো উন্নয়নের উদ্দেশ্যে এ কর্তৃপক্ষ কাজ করবে। এতে বলা হয়, কর্তৃপক্ষের প্রধান কার্যালয় মহেশখালীতে থাকবে এবং এটি একটি বোর্ডের মাধ্যমে পরিচালিত হবে।

বোর্ডে পরিকল্পনা, বিদ্যুৎ, ভূমি, পরিবেশ, অর্থ, শিল্প, স্থানীয় সরকারসহ ১১টি মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা থাকবেন। প্রধান উপদেষ্টা /প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন অতিরিক্ত সচিব বা সমমানের কর্মকর্তা বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করবেন। প্রেক্ষাপট বিবেচনায় গভীর সমুদ্রবন্দর, বিদ্যুৎকেন্দ্র, শিল্প এলাকা ও অবকাঠামো নির্মাণসহ একাধিক বড় প্রকল্প বর্তমানে মহেশখালীতে বাস্তবায়নাধীন রয়েছে। এসব উন্নয়ন কর্মকাণ্ডকে সুসমন্বিতভাবে পরিচালনা করতেই এই কর্তৃপক্ষ গঠনের সিদ্ধান্ত

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

দশদিন পর আবারো ঘুমধুম সীমান্তে গোলাগুলির শব্দ, কি হচ্ছে ওপারে?

This will close in 6 seconds

মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের বিরোধিতা হচ্ছে যে কারণে

আপডেট সময় : ০৬:২৬:০৩ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫

কক্সবাজারের মহেশখালী দ্বীপকে শিল্প ও বাণিজ্যিক অঞ্চলে রূপান্তরের লক্ষ্যে সরকার প্রণীত “মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ (মিডা)” সংক্রান্ত অধ্যাদেশের ক্ষোভ জানিয়েছে দ্বীপবাসী। গত ২৩ জুলাই এই সংক্রান্ত গেজেট প্রকাশ পায়।

গেজেট প্রকাশের পর থেকেই দ্বীপের সাধারণ মানুষ এনিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান।

সোমবার সকালে এই অধ্যাদেশ বাতিলের দাবিতে কক্সবাজার শহরে এসে গণ সমাবেশ করেছে মহেশখালী রক্ষা আন্দোলন নামের একটি সংগঠন। সমাবেশেশ থেকে সরকারের মিডা প্রকল্পকে চরমভাবে প্রত্যাখ্যান করে এই অধ্যাদেশকে স্থানীয় সমাজ, পরিবেশ, জীবন-জীবিকা ও প্রজন্মান্তরের অস্তিত্বের উপর সরাসরি হুমকি বলে মন্তব্য করা হয়।

সংগঠনটি মনে করছে মিডা বাস্তবায়িত হলে -স্থানীয় জনগোষ্ঠীর সামাজিক সম্প্রীতি, সামাজিক ও মানবিক মর্যাদা, পরিবেশগত স্থায়িত্বশীলতা, অর্থনৈতিক স্থিতিশীলতা, নিরাপদ জীবনব্যবস্থা, স্থানীয় জনগোষ্ঠীর ভূমির অধিকার এবং অনাগত প্রজন্মের নিরাপদ ভবিষ্যতের উপর গভীর আঘাত আসবে।

মিডা সম্পর্কে মহেশখালীর মানুষের কোন মতামত নেওয়া হয়নি জানিয়ে কলেজ শিক্ষক অধ্যাপক মকবুল আহমেদ বলেন, মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ (মিডা) নামের যে অধ্যাদেশ সরকার জারি করেছে সেটি সম্পর্কে মহেশখালীর মানুষ কিছুই জানে না। উন্নয়ন করবেন কিন্তু তার ফলে স্থানীয় জনগণের কেমন লাভ বা ক্ষতি হবে সেটি বিবেচনা করা হয়েছে কিনা বা সেটি সম্পর্কে স্থানীয় জনগণের মতামত নেওয়া হয়েছে কিনা সেটিই বড় প্রশ্ন। এখন আমরা অবিলম্বে এই মিডা প্রকল্প বাতিল চাই।

পরিবেশবাদী সংগঠন সিএইচআরডিএফ এর প্রধান নির্বাহী ইলিয়াছ মিয়া বলেন, মিডা প্রকল্পের নীল নকশা তৈরি করেছে বিগত ফ্যাসিস্ট সরকার। যেটি বাস্তবায়ন করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। গণ অভ্যুত্থানের মধ্যদিয়ে ক্ষমতায় আসা অন্তর্বর্তীকালীন সরকারও জনগণের চাহিদা ও আকাঙ্খা পূরণে ব্যর্থ হচ্ছে। যেটির অন্যতম উদাহরণ হচ্ছে মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ (মিডা)।

ইলিয়াছ মিয়া বলেন, ব্রিটিশ কলোনিয়াল এমন হঠকারী সিদ্ধান্তে সরকারের সাথে জনগণের আলোচনা ছাড়া যে মিডা প্রকল্পের বাস্তবায়ন হচ্ছে সেটি অবিলম্বে বাতিল চাই।

মহেশখালী রক্ষা আন্দোলনের সংগঠক আব্দুল মান্নান রানা বলেন, “মহেশখালী শুধু একটি দ্বীপ নয়—এটি বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ অঞ্চল। কৃষি, মৎস্য, লবণ ও পানচাষের উপর নির্ভর করে এখানকার প্রায় ৫ লাখ মানুষের জীবন ও জীবিকা। সরকারের মিডা প্রকল্প বাস্তবায়িত হলে এই ঐতিহ্যবাহী ও প্রাকৃতিক জীবনব্যবস্থার উপর এক ভয়াবহ বিপর্যয় নেমে আসবে। এ প্রকল্প বাস্তবায়ন হলে আগামী ৫ বছরের মধ্যে প্রায় ৩ লক্ষ্য মানুষ উদ্বাস্তু হব।”

মহেশখালীর বড় মহেশখালী ইউনিয়নের বাসিন্দা রুহুল আমিন বলেন,“মিডা প্রকল্পের বাস্তবায়ন মানে মহেশখালীতে দেশি-বিদেশি কর্পোরেটদের দখলদারিত্বের সুযোগ সৃষ্টি করা। এতে বাস্তুচ্যুত হবে হাজারো পরিবার, হারাবে নিজেদের ভূমি ও পরিচয়। উন্নয়নের নামে উপকৃত হবে কেবল কিছু ক্ষমতাধর ব্যক্তি ও কর্পোরেট গোষ্ঠী—না কৃষক, না জেলে, না সাধারণ মানুষ। এই শোষণের রূপ অতীতেও আমরা ব্রিটিশদের সময় দেখেছি।”

সংগঠক আবদু রশিদ মানিক বলেন, ইতোমধ্যে মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্প, গভীর সমুদ্র বন্দর, এসপিএম, এলএনজি ও অর্থনৈতিক অঞ্চল প্রকল্পের কারণে মহেশখালীর প্রাণ-প্রকৃতি ক্ষতিগ্রস্ত। এখন মিডার নামে মহেশখালীকে ধ্বংসের পরিকল্পনা করছে সরকার। মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের নামে মহেশখালীর মানুষকে ভূমির অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করা হচ্ছে। মহেশখালীর বাপ-দাদার কবরস্থান সহ সবগুলো সম্পত্তি মিডা প্রকল্পের নামে বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য রাষ্ট্রীয়ভাবে প্রচেষ্টা চালানো হচ্ছে। আমরা এটা বাতিলের দাবি জানাচ্ছি।

মহেশখালী উপকূলীয় অঞ্চলকে শিল্প ও বাণিজ্যের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তুলতে এবং মহেশখালী ও মাতারবাড়িতে চলমান মেগা উন্নয়ন প্রকল্পগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে ‘মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ, মিডা (Maheshkhali Integrated Development Authority- MIDA) গঠন করেছে সরকার। গত ২৩ জুলাই বুধবার সরকারি গেজেটের মাধ্যমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

এর আগে ১০ জুলাই মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৫-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ।

তারও আগে গত বছরের ১৭ এপ্রিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এক মন্ত্রিসভার বৈঠকে ‘মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৪’-এর খসড়া অনুমোদন দেয়া হয়েছিলো। কক্সবাজারের মহেশখালী ও মাতারবাড়ী এলাকায় চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজ সমন্বিতভাবে করার জন্য এই কর্তৃপক্ষ করার সিদ্ধান্তের কথা বলেছিলো শেখ হাসিনার মন্ত্রিসভা।

তবে ২৯ জুলাই শেখ হাসিনার মন্ত্রীসভা এর নাম পালটে ‘মহেশখালী-কুতুবদিয়া সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ’ নামে মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইনের চূড়ান্ত অনুমোদন দিয়েছিলো।

নতুন প্রকাশিত গেজেট অনুযায়ী, এই কর্তৃপক্ষ মহেশখালী এলাকায় সমন্বিত উন্নয়ন কার্যক্রম পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত হবে। পরিকল্পিত শিল্প স্থাপন, বিদ্যুৎ, পরিবহন, ভূমি ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট অবকাঠামো উন্নয়নের উদ্দেশ্যে এ কর্তৃপক্ষ কাজ করবে। এতে বলা হয়, কর্তৃপক্ষের প্রধান কার্যালয় মহেশখালীতে থাকবে এবং এটি একটি বোর্ডের মাধ্যমে পরিচালিত হবে।

বোর্ডে পরিকল্পনা, বিদ্যুৎ, ভূমি, পরিবেশ, অর্থ, শিল্প, স্থানীয় সরকারসহ ১১টি মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা থাকবেন। প্রধান উপদেষ্টা /প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন অতিরিক্ত সচিব বা সমমানের কর্মকর্তা বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করবেন। প্রেক্ষাপট বিবেচনায় গভীর সমুদ্রবন্দর, বিদ্যুৎকেন্দ্র, শিল্প এলাকা ও অবকাঠামো নির্মাণসহ একাধিক বড় প্রকল্প বর্তমানে মহেশখালীতে বাস্তবায়নাধীন রয়েছে। এসব উন্নয়ন কর্মকাণ্ডকে সুসমন্বিতভাবে পরিচালনা করতেই এই কর্তৃপক্ষ গঠনের সিদ্ধান্ত