মহেশখালী থানা পুলিশের অভিযানে হত্যা মামলাসহ একাধিক মামলার পলাতক দুই আসামিকে আটক করেছে পুলিশ।
বিষয়টি টিটিএন কে নিশ্চিত করেছে মহেশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রতুল কুমার শীল।
শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় কক্সবাজার পৌর শহরের গুনগাছ তলা এলাকা থেকে তাদের আটক করা হয়।
মহেশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রতুল কুমার শীল জানান, আটক আনসার উল্লাহ (২৩) ও দেলোয়ার হোসেন (২৬) এর বিরুদ্ধে হত্যা ও অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনসার উল্লাহর হেফাজতে থাকা কালারমারছড়া আধাঁরঘোনা এলাকার আনসারের ভাড়া বাসা থেকে ১টি দেশীয় তৈরী অস্ত্র, ১টি এলজি ও ২টি কার্তুজ উদ্ধার করা হয়।
পুলিশের এই কর্মকর্তা জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্প্রতি আটক আনসার উল্লাহর একটি অস্ত্র বেচাকেনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকে পুলিশ তাকে হন্য হয়ে খুঁজতে থাকে।
সে মহেশখালী কালারমারছড়া ছমিরাঘোনা এলাকার মো. ইসমাইলের পুত্র, আটক অপরজন দেলোয়ার হোসেন কক্সবাজার সমিতি পাড়া এলাকার আবুল হোসেনের পুত্র বলে জানা যায়।
নিজস্ব প্রতিবেদক : 
























