বিশ্ব বেতার দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ বেতার কক্সবাজার আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে শোভাযাত্রা, আলোচনা সভাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
“বেতার ও জলবায়ু পরিবর্তন” এ প্রতিপাদ্যে বৃহস্পতিবার সকালে লিংক রোডস্থ আঞ্চলিক বেতার কেন্দ্র প্রাঙ্গনে বেলুন উড়িয়ে এসব কর্মসূচীর উদ্বোধন করেন বাংলাদেশ বেতার কক্সবাজার আঞ্চলিক কেন্দ্রের পরিচালক মোহাম্মদ আশরাফ কবির।
উদ্বোধনকালে তিনি বলেন, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বেতার একটি শক্তিশালী গণমাধ্যম। দুর্যোগের সময়ে সঠিক বার্তা, দিক-নির্দেশনা, কৃষি,মহামারি থেকে সুরক্ষা পেতে প্রয়োজনীয় তথ্য দিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর শক্তি বেতার।তথ্যপ্রযুক্তির অবাধ প্রসারের ফলে সম্প্রচার জগতে ব্যাপক পরিবর্তন আসলেও গ্রামগঞ্জ ও দুর্গম এলাকায় এখনও বেতার তথ্য আদান-প্রদানে গুরুত্বপূর্ণ গণমাধ্যম।
পরে বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন সহকারে শোভাযাত্রাটি কেন্দ্র প্রাঙ্গন থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বেতার কেন্দ্রে এসে শেষ হয়।
এতে কক্সবাজার বেতারের কর্মকর্তা, সংবাদকর্মী এবং সংবাদ পাঠক-পাঠিকা, বিভিন্ন শিল্পী এবং কলা-কুশলীরাসহ কমিউনিটি রেডিও নাফ ও সৈকতের কর্মকর্তারা অংশ নেয়।
পরে আঞ্চলিক কেন্দ্রের পরিচালক মোহাম্মদ আশরাফ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।