নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের শীর্ষ ‘পর্যটক গন্তব্য’ কক্সবাজারে উদযাপিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস ২০২৫।
দিবসটি উপলক্ষে শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টায় শহরের সুগন্ধা থেকে লাবণী পয়েন্ট পর্যন্ত জেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
র্যালির নেতৃত্ব দেন জেলা প্রশাসক আ.মান্নান। সরকারি বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তা, পর্যটন খাতের ব্যবসায়ী-কর্মী, স্কুল শিক্ষার্থী সহ হাজারো জনসাধারণ এই আয়োজনে অংশ নেন।
র্যালিতে শোভা পাচ্ছিলো ঘোড়ার গাড়ি, ব্যান্ড দল, ট্যুরিস্ট পুলিশের সুসজ্জিত মোটর বাইক। এছাড়াও রঙ্গিন টি-শার্টে হোটেল-মোটেল ব্যবসায়ী সমিতি,কক্সবাজার সার্ফিং কমিউনিটি সহ নিজেদের ব্যানারে অংশ নেয় বিভিন্ন সংগঠন এবং পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।
সদ্য দায়িত্ব নেয়া জেলা প্রশাসক আ.মান্নান বলেন, ‘ পর্যটনের সাথে এ জেলার সব মানুষ কোনো না কোনো ভাবে সম্পৃক্ত, আমরা সবাইকে সাথে নিয়ে আজকের দিন উদযাপন করছি।কক্সবাজারের পর্যটন খাতকে কিভাবে আরো ঠেকসই ও পরিবেশ বান্ধব করা যায় সে লক্ষ্যে আমাদের কর্মতৎপরতা অব্যাহত থাকবে।’
পর্যটন দিবস ও পূজার ছুটিকে সামনে রেখে পর্যটকদের নিরাপত্তায় সার্বিক ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ।
তিনি বলেন, ‘ কক্সবাজারের এই সময়ে এক ধরনের উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। পর্যটকরা যেন নির্বিঘ্নে অবকাশ যাপন করতে পারেন সে লক্ষে আমরা কাজ করছি।’
শোভাযাত্রার পরে সৈকতের বিভিন্ন পয়েন্টে পরিচ্ছনতা অভিযানের পাশাপাশি অবস্থানরত পর্যটকদের জেলাপ্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।
প্রসঙ্গত দিবসটি উপলক্ষ্যে বাণী দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
তিনি বলেছেন, ‘পর্যটন খাতে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম সম্ভাবনাময় দেশ। এই শিল্পের যথাযথ বিকাশ নিশ্চিতে আমাদের তরুণ প্রজন্মকে এ শিল্পের উন্নয়নে এগিয়ে আসতে হবে।
বিশ্বব্যাপী পর্যটনের প্রচার ও প্রসারে ১৯৮০ সাল থেকে জাতিসংঘের পর্যটন বিষয়ক সংস্থা ঘোষিত এ দিবসটি সব সদস্য দেশে যথাযথ মর্যাদায় উদযাপন করে আসছে।