১৩ নভেম্বর ঘোষিত লকডাউনকে ঘিরে যে কোনো ধরনের বিশৃংখলা ও নাশকতা এড়াতে সেনাবাহিনীর বিশেষ অভিযান চলছে কক্সবাজারে।
শহরের কলাতলী মোড়, বাস টার্মিনাল, বিমানবন্দর রোড, লালদীঘিরপাড় এলাকাসহ গুরুত্বপুর্ন স্থানে টহল কার্যক্রম বৃদ্ধি করেছে সেনাবাহিনী। এছড়াও লিংক রোড, রামু, কোটবাজার এবং উখিয়া এলাকায় ভ্রাম্যমাণ চেকপোষ্ট স্থাপন করে পর্যটক ও স্থানীয় জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে বলে জানা গেছে।
সেনাবাহিনীর বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউনে অপ্রীতিকর ঘটনা রোধে কাজ করছে বিভিন্ন গোয়েন্দা সংস্থাসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী।
র্যাব, পুলিশও সেনাবাহিনীর সাথে একযোগে নাশকতা রোধে কার্যক্রম পরিচালনা ও তৎপরতা বৃদ্ধি করেছে।
নিজস্ব প্রতিবেদক : 
























