কক্সবাজার শহরের বড় বাজারে দেখা গেলো সয়াবিন তেলের ২০ লিটারের বোতল।
সোমবার সরজমিনে গিয়ে দেখা যায়, একটি মুদির দোকানে পুষ্টি কোম্পানির মোড়কে এ বোতলটি বাজারজাত করা হয়েছে। এ বোতলের দাম ৩৬৫৫ টাকা। এতে করে এই বোতল কিনলে প্রতি লিটার সয়াবিন তেলের দাম পড়বে ১৮২ থেকে ১৮৩ টাকা।
বাজারে প্রতি লিটার সয়াবিন তেল যেখানে ১৯০ টাকায় লিটার বিক্রি হয়, সেখানে এ কন্টেইনার কিনলে লিটার প্রতি ৭/৮ টাকা কমে পাওয়া যাবে।
দোকানীরা বলছেন, একসাথে ২০ লিটার হওয়ায় বিয়েসহ বড় কোনো অনুষ্ঠানে এর চাহিদা আছে। দামও তুলনামূলক কম।
নিজস্ব প্রতিবেদক : 





















