সারাদিনের কষ্ট উপার্জিত অর্থ দিয়ে কোন রকমের সংসার চালাতেন। ঘুণাক্ষরেও টের পায়নি কখন যে, মরণব্যাধি রোগ বাসা বেঁধেছে তার লিভারে। একদিকে বাঁচার স্বপ্ন, অন্যদিকে সংসারের বেহাল দশা। টগবগে যুবক এক সন্তানের জনক আজ জীবনের শেষপ্রান্তে দাঁড়িয়েছে। বলছিলাম কক্সবাজার পৌরসভার ০৯নং ওয়ার্ড বাদশা ঘোনা এলাকার আমান উল্লাহর ছেলে মোহাম্মদ আজিজের কথা।
সর্বশেষ চিকিৎসক দ্রুত সময়ের মধ্যে অপারেশন করার পরামর্শ দিয়েছেন। তবে টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না। দেশবাসীর কাছে সহযোগিতা চেয়েছেন আজিজের পরিবার।
সহযোগিতা পাঠাতে- ০১৮৬৭-৯৬৪৮০৯ (নগদ/বিকাশ) রোগীর বাবা।