আদালতের আদেশে প্রার্থীতা ফিরে পেয়েছেন কক্সবাজার-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ইলিয়াছ মিয়া।
এক বিজ্ঞপ্তিতে, কক্সবাজার ইনিশিয়েটিভ এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। রিটার্নিং অফিসার কতৃক ১ শতাংশ সমর্থক তালিকায় ভুল থাকার অভিযোগে বাতিল হয়েছিল মোঃ ইলিয়াছ মিয়া’র মনোনয়ন। এরপর এটি হাইকোর্টে আজ শুনানি শেষে মমোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়।
এ বিষয়ে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী, কক্সবাজার-৩ ও কক্সবাজার ইনিশিয়েটিভের প্রেসিডেন্ট মোঃ ইলিয়াছ মিয়া কক্সবাজার-৩ আসনের সর্বস্তরের জনগণকে ধন্যবাদ জানান। তিনি চলমান রাজনীতি থেকে জনগণের অধিকার ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা এবং দরিদ্র জনগণের সংকট মোকাবেলা করে কক্সবাজার মডেল পলিটিক্স বাস্তবায়নে সকলকে তাঁকে ভোট দেওয়ার আহবান জানান।
নিজস্ব প্রতিবেদক : 






















