নিরীহ আওয়ামী লীগ সমর্থকদের হয়রানি না করার নির্দেশ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ৷ তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, এই এলাকায় আওয়ামী লীগের পরিবারপরিজন, ভাই- বন্ধু আছে। তারা নিরীহ মানুষ। তারা কারো ক্ষতি করেনি৷ তাদের হয়রানি করা যাবে না। তাদের যেন কোনো অসুবিধা না হয়, সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) তৃতীয় দিনের মতো নির্বাচনী প্রচারণায় পেকুয়ায় এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, এ নির্বাচন হবে একটি ঐতিহাসিক নির্বাচন৷ এ নির্বাচনের মাধ্যমে মানুষ তাদের ভোটাধিকার এবং গনতান্ত্রিক অধিকার ফিরে পাবে। দেশে গনতন্ত্র প্রতিষ্ঠিত হবে এ নির্বাচনের মধ্যদিয়ে। যে যেই দল করুক না কেন, ধানের শীষে একটা একটা ভোট দিতে বলবেন সবাইকে। সবার ঘরে ঘরে আমার সালাম পৌঁছে দিবেন।
সালাহউদ্দিন আহমেদ মঙ্গলবার প্রথম দিনের প্রচারণা শুরু করেন চকরিয়ায়৷ বুধবার পেকুয়া উপজেলার শিলখালী, বারবাকিয়া, টৈটং এবং রাজাখালী গণসংযোগ করেন৷ আজ বৃহস্পতিবার উপজেলার মগনামা, উজানটিয়া এবং পেকুয়া সদরে নির্বাচনী প্রচারণা ও পথসভা করেন। শুক্রবার মাতামুহুরী সাংগঠনিক থানার বিভিন্ন ইউনিয়নগুলোতে প্রচারণা করার কথা রয়েছে।
রেজাউল করিম, পেকুয়া 









