নিরাপত্তা পরিস্থিতির কারণে চট্টগ্রামে ভারতের ভিসা সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে।
রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ভিসা সেন্টারের কার্যক্রম স্থগিত থাকবে বলে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভ্যাক) ওয়েবসাইটে জানানো হয়।
এতে বলা হয়েছে ভিসা সেন্টার খোলার তারিখ পরবর্তীতে জানানো হবে।
এ বিষয়ে চট্টগ্রামে ভারতের সহকারী হাই কমিশন কার্যালয়ের কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।
ইনকিলাব মঞ্চের আহবায়ক শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর আসার পর বৃহস্পতিবার গভীর রাতে নগরীর খুলশীতে ভারতের সহকারী হাই কমিশনের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে একদল মানুষ। এসময় তারা কার্যালয় লক্ষ্য করে ইটপাটকেলও ছোড়ে।
খুলশীতে ভারতীয় সহকারী হাই কমিশন কার্যালয়ের সামনে অবস্থান নেওয়া ব্যক্তিরা হাদির মৃত্যুর প্রতিবাদে আওয়ামী লীগ ও ভারতবিরোধী স্লোগান দিতে থাকেন। পরে সেখানে পুলিশের সদস্যরা উপস্থিত হয়ে তাদের কিছুটা দূরে সরিয়ে দেয়।
এসময় বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকে- ‘ভারতীয় আগ্রাসন রুখে দাঁড়াও’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘আমরা সবাই হাদি হবো, গুলির মুখে লড়ে যাবো’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না’, ‘ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘হাদি ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিবো না’, ‘নায়ারে তাকবির, আল্লাহু আকবর’।
বিক্ষোভকারীরা বারবার ওই সড়কে মিছিল করছিল। কাছেই পুলিশ সদস্যরা অবস্থান নিয়ে ছিল।
পরে রাত ১২টা ৫৫ মিনিটে বিক্ষোভকারীরা ভারতীয় সহকারী হাই কমিশনের সামনের সড়ক থেকে অবস্থান কর্মসূচি শেষ করে চলে যান। তবে ওই রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদুনে গ্যাস ছোড়ার পাশাপাশি ও লাঠিপেটা করতে হয় পুলিশকে।
সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
টিটিএন ডেস্ক: 

























