নাইক্ষ্যংছড়ি টেকনিক্যাল স্কুল ও কলেজের জন্য স্থায়ী খেলার মাঠের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।
শনিবার (২৪ মে) সকালে শিক্ষার্থীদের ব্যানারে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে প্রতিষ্ঠানের জন্য স্থায়ী খেলার মাঠের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর পর শিক্ষার্থীদের পক্ষ থেকে কয়েকজন ছাত্র-ছাত্রী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম চৌধুরীর কাছে খেলার মাঠের দাবিতে স্মারকলিপি প্রদান করেন।
শিক্ষার্থীরা জানিয়েছেন- স্থায়ী খেলার মাঠ আদায় না হওয়া পর্যন্ত তাঁদের শান্তিপূর্ণ কর্মসূচী পরিচালিত হবে।
ইউএনও মাজহারুল ইসলাম চৌধুরী বলেন- ‘শিশুদের শারীরিক বিকাশের পাশাপাশি মানসিক বিকাশে খেলার মাঠ জরুরি। বিষয়টি তিনি গুরুত্ব সহকারে দেখবেন।’