কক্সবাজারের অন্যতম উদীয়মান সাংস্কৃতিক প্রশিক্ষণায়তন অধিধ্বনি-র উদ্যোগে নতুন শ্রেণিকক্ষে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি আয়োজিত এ সমাবেশে অধিধ্বনির শিক্ষকবৃন্দ, উপদেষ্টা পরিষদের সদস্য ও অভিভাবকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
উল্লেখ্য, অধিধ্বনি একটি সাংস্কৃতিক প্রশিক্ষণায়তন, যেখানে অভিজ্ঞ ও দক্ষ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে নিয়মিতভাবে আবৃত্তি, গান, নাচ ও চিত্রাঙ্কন শেখানো হয়। শিশু-কিশোরদের সৃজনশীল বিকাশ, শুদ্ধ রুচি ও আত্মবিশ্বাস গড়ে তোলাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।
অভিভাবক সমাবেশে আলোচনা করেন অধিধ্বনির পরিচালক প্রমিজ রক্ষিত, চিত্রাঙ্কন প্রশিক্ষক অতনু দাশ, নৃত্য প্রশিক্ষক ঋষিতা দেবী এবং আবৃত্তি প্রশিক্ষক ও সমন্বয়ক সায়ন্তন ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন অধিধ্বনির উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য অর্পন পাল, ইমরান হোসেন ইমু ও রিদিতা মায়িশা।
আলোচনায় অধিধ্বনির চলমান শিক্ষা কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, বেতন কাঠামো, অভিভাবকদের প্রত্যাশা ও প্রতিষ্ঠানের প্রাপ্তি নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়। বক্তারা বলেন, একটি সুস্থ ও মানবিক সমাজ গঠনে সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই, আর সেই লক্ষ্যেই অধিধ্বনি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সমাবেশে উপস্থিত অভিভাবকদের মধ্য থেকেও অনেকেই মুক্ত আলোচনায় অংশ নেন। তারা অধিধ্বনির পাঠদান পদ্ধতি, প্রশিক্ষকদের আন্তরিকতা ও শিক্ষার্থীদের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি ভবিষ্যতে আরও নতুন কার্যক্রম ও সুযোগ-সুবিধা যুক্ত করার বিষয়ে মতামত তুলে ধরেন।
বক্তারা জানান, যাত্রা শুরুর মাত্র ৮ মাসের মধ্যেই শিক্ষার্থীদের সংখ্যা ও চাহিদা বৃদ্ধি পাওয়ায় অধিধ্বনি একটি সুপরিসর ও আধুনিক শ্রেণিকক্ষে তাদের ক্লাস কার্যক্রম শুরু করেছে। এটি শিক্ষার্থী ও অভিভাবকদের আস্থারই একটি শক্ত প্রমাণ বলে তারা উল্লেখ করেন।
বর্তমানে অধিধ্বনির আবৃত্তি, গান, নাচ ও চিত্রাঙ্কন বিভাগে নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। একই সঙ্গে সকল বিভাগে নতুন শিক্ষার্থী ভর্তির কার্যক্রম অব্যাহত আছে।
অধিধ্বনির ঠিকানা: নূর ম্যানশন (নিচতলা), বড় কবরস্থান রোড, গোলদিঘীর দক্ষিণ পাড়, কক্সবাজার।
যোগাযোগ: ০১৮৪৫১০০৩৫৮, ০১৬৩১৯৪৫০৫৫।
সংবাদ বিজ্ঞপ্তি : 





















