পৌরসভার সাবেক মেয়র মাহবুবুর রহমান চৌধুরী কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের আজীবন সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষনা দিয়েছেন।
তিনি মঙ্গলবার সন্ধ্যায় তার ফেসবুক স্ট্যাটাসে এ ঘোষণা দেন।
তিনি লিখেছেন, “ব্যবসায়ীদের সম্মান ও নিরাপত্তার কথা বিবেচনা করে আমি মাহাবুবুর রহমান চৌধুরী কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের আজীবন সদস্য থেকে পদত্যাগ করলাম। আজ থেকে দোকান মালিক সমিতি ফেডারেশনের সাথে আমার কোনো সম্পর্ক নেই, কারণ আপনাদের নিরাপত্তা, সম্মান আমার কাছে সবচেয়ে আগে। ভালো থাকবেন সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা।”
মাহাবুবুর রহমান চৌধুরী ছিলেন কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচিত সভাপতি এবং তিনি সংগঠনের আজীবন সদস্য ছিলেন। ৫ আগস্টের পর তার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন আমিনুল ইসলাম চৌধুরী।