“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এ শ্লোগানে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে কক্সবাজার সদর উপজেলা প্রশাসনের সহযোগীতায় এবং জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় মঙ্গলবার দুপুরে খরুলিয়া ছুরতিয়া সিনিয়র মাদ্রাসা পুকুরে সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান সম্পন্ন হয়।
ছুরতিয়া সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ জহীরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার মোঃ আলাউদ্দিন।
জেলা ক্রীড়া অফিসার তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে সাঁতারের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, সাঁতার একটি চমৎকার ব্যায়াম যা শরীরের কার্ডিওভাসকুলার স্বাস্থ্য, পেশী শক্তি এবং নমনীয়তা বাড়াতে সাহায্য করে এবং সব বয়সের মানুষের ফিটনেসের জন্য এটি উপযুক্ত।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক ও শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় কক্সবাজার সদর উপজেলাধীন ছুরতিয়া সিনিয়র মাদ্রাসা, মুক্তারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাশেমিয়া কামিল মাদ্রাসা, কক্সবাজার মডেল হাই স্কুল এবং কক্সবাজার ইন্টারন্যাশনাল স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
প্রতিযোগীরা ৬ষ্ঠ – ৮ম শ্রেণী (বালক) ৫ ফুট ৩ ইঞ্চির নিচে মধ্যম গ্রুপ এবং ৯ম – ১০ম শ্রেণী (বালক) ৫ ফুট ৩ ইঞ্চির উপর বড় গ্রুপ হিসেবে বিভক্ত হয়ে অংশ নেয়।
পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার আপ শিক্ষার্থীগণকে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
বড় গ্রুপের বিজয়ীরা হলেন- ১০০ মিটার মুক্ত সাঁতার- তারেক রহমান, সৌরভ দে, জিল্লুর রহমান, ১০০ মিটার- চিৎ সাঁতার সাকিব আল হাসান, হাসান মোঃ আদনান, ফয়সাল ইসলাম, ১০০ মিটার বুক সাঁতার- মুহাম্মদ হানিফ, তারেক রহমান, সৌরভ দে, ১০০ মিটার প্রজাপতি সাঁতার- তারেক রহমান, সৌরভ দে, জিল্লুর রহমান এবং মধ্যম গ্রুপের বিজয়ীরা হলেন- ৫০ মিটার মুক্ত সাঁতার- ফাহিম, মোঃ আবির, নাসির ইসলাম জিহাদ, ৫০ মিটার চিৎ সাঁতার- রিদুয়ান ছিদ্দিক, তারেক, মোঃ ইব্রাহিম, ৫০ মিটার বুক সাঁতার- রিদুয়ান ছিদ্দিক, জায়েদ বিন শাহ, মোঃ আবির, ৫০ মিটার প্রজাপতি সাঁতার- নাঈমুল ইসলাম, জায়েদ বিন শাহ, মুহাম্মদ হোছাইন।