রাজধানীর উত্তরায় মাইলষ্টোন স্কুল এন্ড কলেজে বিমাণ বিধ্বস্তের ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুতুবদিয়া উপজেলা শাখার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে কুতুবদিয়া উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে দলীয় নেতাকর্মীসহ স্থানীয় সর্বস্তরের মানুষ অংশ নেন।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কুতুবদিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল আহমদ, এসময় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিন হায়দারসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মাহফিলে বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য দোয়া করা হয় এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
এসময় নেতৃবৃন্দ বলেন, এ ধরনের দুর্ঘটনা গোটা জাতিকে শোকস্তব্ধ করে দেয়। ভবিষ্যতে যেন এ ধরনের মর্মান্তিক ঘটনা এড়ানো যায়, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।