টেকনাফে যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় মদ ও মদ তৈরির উপকরণ জব্দ করেছে নৌবাহিনী।
এক সংবাদ বিজ্ঞপ্তি তে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার, হ্নীলা ইউনিয়নের চৌধুরী পাড়া এলাকায় দেশীয় মদ তৈরির কারখানায় যৌথ অভিযান পরিচালনা করে নৌবাহিনী। অভিযানে ৩ টি বাড়ি তল্লাশি করে ১০,০০০ লিটার দেশীয় মদ তৈরির কাঁচামাল ও ৩০০ লিটার দেশীয় মদ জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত মদ তৈরির কাঁচামাল কেরোসিন ঢেলে ধ্বংস করা হয় এবং দেশীয় মদ জন সম্মুখে বিনষ্ট করা হয়।
এ অভিযানে বাংলাদেশ কোস্ট গার্ড ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অংশগ্রহণ করে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।