টিটিএনের সম্পাদক হিসেবে মনোনীত হওয়ায় চট্রগ্রামে সাউদার্ন ইউনিভার্সিটির পক্ষ থেকে শেখ জাহাঙ্গীর হাছান মানিককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
মঙ্গলবার এ উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের ইংরেজি বিভাগের প্রধান আরমান হোসেন, ডেপুটি রেজিস্ট্রার হেলাল নূর, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এএসপি আবু জাফর মোঃ ওমর ফারুক এবং সিনিয়র সাংবাদিক সাইফুল্লাহ চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তা ও শুভানুধ্যায়ীরা।
অনুষ্ঠানে বক্তারা শেখ জাহাঙ্গীর হাছান মানিকের পেশাগত দক্ষতা, নেতৃত্বগুণ ও সাংগঠনিক ভূমিকার প্রশংসা করেন এবং টিটিএনের সম্পাদক হিসেবে তার সফলতা কামনা করেন।
এ সময় শেখ জাহাঙ্গীর হাছান মানিক উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন।
নিজস্ব প্রতিবেদক 





















