দৈনিক আমার দেশ পত্রিকার কক্সবাজার ব্যুরো প্রধান সাংবাদিক আনসার হোসেনের সহধর্মিণী রোখসানা বেগম মারা গেছেন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় অসুস্থতা অনুভব করলে সাথে সাথে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে রোখসানা বেগম হৃদরোগে আক্রান্ত হন। এবং দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন।
সাংবাদিক আনসার হোসেন কক্সবাজার পৌরএলাকার নুনিয়ারছড়ার বাসিন্দা।
মৃত্যুকালে রোখসানা বেগম স্বামী, ২ পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে টিটিএন পরিবার।