ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
“গণভোট ও নির্বাচনে বাংলাদেশ বেতার” শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো ওরা, রামুতে দেশীয় অস্ত্র ও গ্রীল কাটার মেশিনসহ গ্রেপ্তার ২ ‘শিকারী ও দালাল সাংবাদিকতা দেশের অর্জনকে ম্লান করেছে – কক্সবাজারে পিআইবির মহাপরিচালক রোহিঙ্গারা নির্বাচনে ইনভলভ হওয়ার সুযোগ নেই- শাহজাহান চৌধুরী ‘ধানের শীষে ভোট দিলে ৫ হাজার টাকা, ভিডিও প্রমাণ দিয়েও প্রশাসন পদক্ষেপ নেয়নি’ প্রবাসী ভোটাররা আজ থেকে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন টেকনাফের জালিয়া পাড়ায় ৫০ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার যেকোন মূহুর্তে উখিয়া-টেকনাফে আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে – আনোয়ারী’র শংকা গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বিএনপি হাঁস প্রতীক পেলেন ব্যারিস্টার রুমিন ফারহানা ভোটের প্রচারে নেমে প্রথম দিনে ছয় জেলায় সমাবেশ করবেন তারেক রহমান বাংলাদেশের সমর্থনে এবার আইসিসিকে চিঠি পাঠাল পিসিবি ফুটবল প্রতীক পেলেন তাসনিম জারা আজ প্রতীক বরাদ্দ, কাল থেকে প্রচারণা শুরু ২০২৬ সালে হজে যেতে নিবন্ধন করেছেন ৭৬ হাজার ৫৮০ বাংলাদেশি
পবিত্রতায় ভরা সাপ্তাহিক শ্রেষ্ঠ দিন

জুমার দিনের আমল

প্রতিটি সপ্তাহে একবার আসে বিশেষ একটি দিন—জুমার দিন। ইসলাম ধর্মে শুক্রবারকে ‘সপ্তাহের সেরা দিন’ বলা হয়। পবিত্র কোরআন ও হাদিসে জুমার দিনের মর্যাদা ও এর আমল সম্পর্কে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।

বিশেষজ্ঞ আলেমদের মতে, জুমার দিন শুধু নামাজের জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং এ দিনে কিছু নির্দিষ্ট আমল করলে গুনাহ মাফ এবং জান্নাত লাভের আশা করা যায়।

জুমার দিনের বিশেষ আমলসমূহ:

১. স্নান ও পরিস্কার-পরিচ্ছন্নতা:
রাসূল (সা.) বলেছেন, “যে ব্যক্তি জুমার দিনে গোসল করে, সুন্দর কাপড় পরে, আতর ব্যবহার করে এবং নামাজে যায়, তার প্রতিটি কদমের বিনিময়ে এক বছরের রোজা ও নামাজের সওয়াব লেখা হয়।” (তিরমিজি)

২. সুন্নাত মোতাবেক পোশাক ও আতর ব্যবহার:
পরিষ্কার-পবিত্র অবস্থায় জুমার নামাজে অংশগ্রহণ করা সুন্নাত। নবী করিম (সা.) নিজে সাদা পোশাক পরতেন।

৩. সুরা কাহফ পাঠ:
হাদিসে আছে, “যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ তিলাওয়াত করে, তার পরবর্তী জুমা পর্যন্ত একটি নূর জ্বালানো হয়।” (বায়হাকি)

4. দরুদ শরিফ পাঠ:
জুমার দিন বেশি বেশি দরুদ শরিফ পাঠের নির্দেশ দিয়েছেন নবী (সা.)। এ দিনে পাঠ করা দরুদ সরাসরি তার দরবারে পৌঁছায়।

5. জুমার খুতবা মনোযোগসহ শ্রবণ ও নামাজ আদায়:
ইমামের খুতবা শ্রবণ করা ওয়াজিব। কথা না বলা ও মনোযোগ দিয়ে শোনা ফরজ নামাজের মতো গুরুত্বপূর্ণ।

6. দু’আ কবুলের সময় সন্ধানের চেষ্টা:
হাদিসে বলা হয়েছে, জুমার দিন একটি বিশেষ সময় আছে যখন মুমিন বান্দার দোয়া নিশ্চয়ই কবুল হয়। এই সময়টি নিয়ে আলেমদের মধ্যে ভিন্নমত থাকলেও অধিকাংশ মনে করেন, এটি আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সময়।

7. সাধ্য অনুযায়ী সদকা-দান ও ভালো কাজ করা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

“গণভোট ও নির্বাচনে বাংলাদেশ বেতার” শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

This will close in 6 seconds

পবিত্রতায় ভরা সাপ্তাহিক শ্রেষ্ঠ দিন

জুমার দিনের আমল

আপডেট সময় : ০৫:৩৭:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

প্রতিটি সপ্তাহে একবার আসে বিশেষ একটি দিন—জুমার দিন। ইসলাম ধর্মে শুক্রবারকে ‘সপ্তাহের সেরা দিন’ বলা হয়। পবিত্র কোরআন ও হাদিসে জুমার দিনের মর্যাদা ও এর আমল সম্পর্কে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।

বিশেষজ্ঞ আলেমদের মতে, জুমার দিন শুধু নামাজের জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং এ দিনে কিছু নির্দিষ্ট আমল করলে গুনাহ মাফ এবং জান্নাত লাভের আশা করা যায়।

জুমার দিনের বিশেষ আমলসমূহ:

১. স্নান ও পরিস্কার-পরিচ্ছন্নতা:
রাসূল (সা.) বলেছেন, “যে ব্যক্তি জুমার দিনে গোসল করে, সুন্দর কাপড় পরে, আতর ব্যবহার করে এবং নামাজে যায়, তার প্রতিটি কদমের বিনিময়ে এক বছরের রোজা ও নামাজের সওয়াব লেখা হয়।” (তিরমিজি)

২. সুন্নাত মোতাবেক পোশাক ও আতর ব্যবহার:
পরিষ্কার-পবিত্র অবস্থায় জুমার নামাজে অংশগ্রহণ করা সুন্নাত। নবী করিম (সা.) নিজে সাদা পোশাক পরতেন।

৩. সুরা কাহফ পাঠ:
হাদিসে আছে, “যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ তিলাওয়াত করে, তার পরবর্তী জুমা পর্যন্ত একটি নূর জ্বালানো হয়।” (বায়হাকি)

4. দরুদ শরিফ পাঠ:
জুমার দিন বেশি বেশি দরুদ শরিফ পাঠের নির্দেশ দিয়েছেন নবী (সা.)। এ দিনে পাঠ করা দরুদ সরাসরি তার দরবারে পৌঁছায়।

5. জুমার খুতবা মনোযোগসহ শ্রবণ ও নামাজ আদায়:
ইমামের খুতবা শ্রবণ করা ওয়াজিব। কথা না বলা ও মনোযোগ দিয়ে শোনা ফরজ নামাজের মতো গুরুত্বপূর্ণ।

6. দু’আ কবুলের সময় সন্ধানের চেষ্টা:
হাদিসে বলা হয়েছে, জুমার দিন একটি বিশেষ সময় আছে যখন মুমিন বান্দার দোয়া নিশ্চয়ই কবুল হয়। এই সময়টি নিয়ে আলেমদের মধ্যে ভিন্নমত থাকলেও অধিকাংশ মনে করেন, এটি আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সময়।

7. সাধ্য অনুযায়ী সদকা-দান ও ভালো কাজ করা।