জারা আন্তঃ জেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টে দ্বৈত উন্মুক্তে চ্যাম্পিয়ন হয়েছে কেবিসি’র ইকবাল-নাঈম জুটি। ২৩ ফেব্রুয়ারী রাতে জারা কনভেনশন হলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় অলস্টারের মহিন-আবদুল্লাহ জুটিকে ২-১ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা। ম্যান অব দ্যা ম্যাচ ও সিরিজ হন নাঈম।
এছাড়া দ্বৈত বি ক্যাটাগরিতে কেবিসির রুবেল-তামিম কে হারিয়ে চ্যাম্পিয়ন হন কক্স স্টার-২ এর আরিফ-নাফিস জুটি। ম্যান অব দ্য ম্যাচ নাফিস ও সিরিজ হন আরিফ।
জারা ব্যাডমিন্টন ক্লাব আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার নীলুফা ইয়াসমিন চৌধুরী। তিনি বলেন, ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে পরিকল্পিতভাবে কাজ চলছে।
জারা ব্যাডমিন্টন ক্লাবের সভাপতি মোরশেদ আলমের সভাপতিত্বে ও সহ-সভাপতি সাংবাদিক আজিজ রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ আকতার চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মাঈন উদ্দিন মিলকি, সাবেক কৃতি ব্যাডমিন্টন খেলোয়াড় আজাদ, জেলা ব্যাডমিন্টন এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন, নারী ও শিশু ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মোহাম্মদ ইউনুছ, টুয়াকের উপদেষ্টা আনোয়ার কামাল, জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক হারুন অর রশীদ, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ কক্সবাজারের সভাপতি নাছির উদ্দিন বাচ্চু, ক্রীড়া সংগঠক সরওয়ার রোমন, সিবিএন এর বার্তা সম্পাদক ইমাম খাইর ও সমাজ সেবক আবছার কামাল।
পরে বিজয়ী-বিজিতদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।