চকরিয়ায় পিক আপ ট্রাকের ধাক্কায় মোহাম্মদ রুবেল (২৮) মোহাম্মদ সেলিম (২২) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। তারা পেশায়
ডেকোরেশন শ্রমিক।
শুক্রবার ২১ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২টার দিকে চকরিয়া পেকুয়া সড়কের কোনাখালী মরংঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক রুবেল পেকুয়া সদর দক্ষিণ মেহেরনামার বাজারপাড়া মোহাম্মদ হারুনুর রশীদের ছেলে ও মহিউদ্দিন একই ইউনিয়নের বিলহাচুরার ৩নং ওয়ার্ডের মোহাম্মদ মহিউদ্দিনের ছেলে।
স্থানীরা জানায়-ট্রলিতে ডেকোরেশনের মালামাল নিয়ে যাওয়ার সময় মরংঘোনা সেতুসংলগ্ন এলাকায় পৌঁছালে
পেকুয়ামুখী পানবোঝাই পিকআপ ট্রাক ডেকোরেশনের ট্রলিতে ধাক্কা দেয়। এতে ট্রলিতে থাকা দুজন ডেকোরেশন শ্রমিক ঘটনাস্থলেই মারা যায়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন,দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পিকআপ ট্রাকটি পালিয়েছেন। গাড়ি শনাক্ত পূর্বক চালককে আটকের চেষ্টা অব্যাহত আছে।