বর্ডার গার্ড বাংলাদেশের ৩৪ ব্যাটালিয়নের আওতাধীন ঘুমধুম সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম।
তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম বিওপির একটি বিশেষ আভিযানিক টহল দল জানতে পারে যে সীমান্ত পিলার-৩২ থেকে আনুমানিক ৮০০ মিটার বাংলাদেশের ভেতরে ঘুমধুম মধ্যমপাড়া এলাকায় ইয়াবার একটি বড় চালান মাটির নিচে লুকানো রয়েছে। এরপর মধ্যরাতে ওই স্থানে অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করে বিজিবি।
তিনি আরও জানান, ঘুমধুম মধ্যমপাড়ার বাসিন্দা এনামের বাড়ির বারান্দায় মাটিতে পুঁতে রাখা ছিলো ইয়াবাগুলো, পরে মাটি খুঁড়ে বিজিবি সদস্যরা এগুলো উদ্ধার করে। তবে এসময় কাউকে আটক করা যায়নি।
উদ্ধারকৃত ইয়াবার বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানায় বিজিবি।
নিজস্ব প্রতিবেদক : 






















