“আজ মিলবে প্রাণ শতরঙে” এই প্রতিবাদ্যে সম্পন্ন হলো সাংবাদিক সংসদ, কক্সবাজার এর ঈদ পুনর্মিলনী। শনিবার (৫ এপ্রিল) হোটেল মিশুকের হলরুমে গান, কবিতা ও আড্ডায় মুখর ছিল এই ঈদ পুনর্মিলনী।
সাংবাদিক সংসদের সভাপতি এম.এ আজিজ রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা আদনান সাউদ। এতে পর্তুগালের নাগরিকত¦ অর্জন করায় সংবর্ধিত করা হয় টুয়াকের সাধারণ সম্পাদক নুরুল কবির পাশাকে।
অনুষ্ঠানে গান, কবিতা ও আড্ডায় অংশ নেয় সাংবাদিক সংসদের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল করিম শহিদ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম শামস, এম.এ সাত্তার, সহ-সাধারণ সম্পাদক শাহেদ হোছাইন মুবিন, কোষাধ্যক্ষ আমিনুল কবির, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুর রশিদ মানিক, ক্রীড়া সম্পাদক আশরাফ বিন ইউছুফ, সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল নেহা, নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম, মো. সালাহউদ্দিন, সাধারণ সদস্য ইমরান আল মাহমুদ, মো. সাইদুজ্জামান সাঈদ, ইয়াছিন আরাফাত ও তাহসিন হাসান।
এসময় কালেরকণ্ঠ মাল্টিমিডিয়ার কক্সবাজার প্রতিনিধি আরোজ ফারুক, নবাগত টেকনাফ উপজেলা সংগঠক কালবেলা প্রতিনিধি ওবাইদুর রহমান নয়ন ও বাংলাদেশ বুলেটিনের প্রতিনিধি আবদুর রহমান।