গর্জনিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও রামু উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মওলা চৌধুরী মৃত্যুবরন করেছেন।
তিনি আজ শনিবার বেলা ১২ টা ১০ মিনিটে ঢাকা কিডনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
এদিকে তার এ মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা আলহাজ্ব লুৎফুর রহমান কাজল।
এক শোকবার্তায় তিনি বলেন, গোলাম মওলা চৌধুরী ছিলেন একজন সৎ, নির্ভীক ও ত্যাগী রাজনীতিবিদ। গর্জনিয়া ইউনিয়নের উন্নয়ন ও রামু উপজেলা বিএনপিকে সুসংগঠিত করতে তাঁর অবদান ছিল অনস্বীকার্য। তাঁর মৃত্যুতে দল একজন অভিভাবকতুল্য নেতাকে হারাল, আর এলাকাবাসী হারাল একজন নিবেদিতপ্রাণ সমাজসেবককে।
লুৎফুর রহমান কাজল মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বলেন, আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও সহকর্মীদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তৌফিক দান করেন।
আবুল কাশেম সাগর। 





















