ঢাকা ১০:১৫ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেন্টমার্টিনে নৌবাহিনীর ত্রাণ বিতরণ আগামীকাল জুলাই সনদের গ্রহণযোগ্য খসড়া সব দলের কাছে তুলে দেওয়া হবে: আলী রীয়াজ অধ্যক্ষ রিয়াদ হায়দারের ভাই মাহবুবের মৃত্যু ডাকসু নির্বাচন: যে পরিকল্পনায় এগোচ্ছে ছাত্রসংগঠনগুলো, প্রার্থী হিসেবে আলোচনায় যাঁরা পৌরসভার দেয়া টমটমের লাইসেন্স বাতিল না স্থগিত করা হয়েছে? চকরিয়ায় ১০ মা’দ’কসেবীর কারাদন্ড কক্সবাজার জেলা বিএনপি’র বিশেষ বিজ্ঞপ্তি- কুতুবদিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২৬ হাজার টাকা জরিমানা হ্যাশট্যাগ থেকে হিউম্যান চেইন: বাংলাদেশের ছাত্রদের ডিজিটাল জাগরণ “প্লে ফর পিস” স্লোগানে বিচ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ সম্পন্ন গভীর সংস্কার না করলে স্বৈরাচার ফিরে আসবে: প্রধান উপদেষ্টা গহীন পাহাড়ের আস্তানা থেকে গ্রেনেডসহ বিপুল অস্ত্র নিয়ে ডাকাত শফি আটক হাসিনা যে অপরাধ করেছে তা হানাদার বাহিনীর চেয়েও জঘন্য বিয়ে করে সংসার করব—এমন মানুষ এখনো পাইনি ‘ডাকাত শাহীনের’ সহযোগী আবছার অস্ত্র-গোলাবারুদসহ আটক

কোভিড নিয়ন্ত্রণ সংক্রান্ত জেলা কমিটির সভায় ৪ নির্দেশনা

কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে কোভিড নিয়ন্ত্রণ সংক্রান্ত জেলা কমিটির সভা।

কোভিড-১৯ সংক্রমণ রোধে ৪টি নির্দেশনা দেয়া হয়েছে। জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি, মাস্ক ব্যবহার নিশ্চিত করা, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং টিকাদান কার্যক্রম জোরদার করা। এছাড়াও কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য পর্যাপ্ত চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়াসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপত্বি করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক, কোভিড বিষয়ে সকলকে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে কোভিড পরিস্থিতি মোকাবিলায় সকলের সহযোগিতা কামনা করেন।

এ ছাড়া সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন জেলা প্রশাসক।

সভায় পুলিশ সুপার মো: সাইফউদ্দীন শাহীন, সিভিল সার্জন ডা: মোহাম্মদুল হক, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে উপপরিচালক বিপ্লব বড়ুয়া, প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ফাহমিদা বেগম, জেলা শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফাসহ সংশ্লিস্টরা বক্তব্য রাখেন।

এদিকে সিভিল সার্জনের কার্যালয় কক্সবাজার সূত্রে জানানো হয়, ১. RT-PCR Test: কক্সবাজার মেডিকেল কলেজে ৩টি RT-PCR Machine চালু আছে এবং ০৩ জন ল্যাব টেকনেশিয়ান কর্মরত আছে। পর্যাপ্ত পরিমাণ RT-PCR Test Kit মজুদ আছে। ২. RAT: উপজেলা এবং জেলা সদর হাসপাতালে মজুদকৃত RAT এর মেয়াদ উত্তীণ হওয়ায়, RAT এর জন্য উপজেলাসমূহ এবং ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতাল হতে চাহিদাপত্র সিডিসি, ঢাকা বরাবর পাঠানো হয়েছে। ৩. আইসোলেশন বেড: জেলাধীন ৭টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (টেকনাফ, উখিয়া, রামু, চকরিয়া, পেকুয়া, কুতুবদিয়া এবং মহেশখালী)-এ প্রতিটিতে ২ টি করে এবং কক্সবাজার জেলা সদর হাসপাতালে ১২ টি আইসোলেশন বেড প্রস্তুত করা হয়েছে।৪. আইসিইউঃ কক্সবাজার জেলা সদর হাসপাতালে ১০ শয্যাবিশিষ্ট আইসিইউ চালু আছে।৫. সেন্ট্রাল অক্সিজেন: টেকনাফ, এবং কুতুবদিয়া উপজেলা ব্যতীত বাকী ৫ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন লাইন চালু আছে।৬. হাই-ফ্লো ন্যাজাল ক্যানুলাঃ টেকনাফ, উখিয়া, পেকুয়া এবং কুতুবদিয়া উপজেলা ব্যতীত বাকী ৩ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাই-ফ্লো ন্যাজাল ক্যানুলা আছে। ৭. অক্সিজেন সিলিন্ডার: ৭টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সিলিন্ডার মজুদ আছে। ৮. জনবলঃ টেকনাফ উপজেলায় নার্সের ২৯ টি পদের বিপরীতে ২২ টি পদ শুণ্য এবং কুতুবদিয়া উপজেলায় নার্সের ২৯ টি পদের বিপরীতে ২১ টি পদ শুণ্য। ৯. কোভিড রোগীর পরিসংখ্যান: ০১.০১.২৫ হতে ১৬.০৬.২৫ পর্যন্ত মোট আরটিপিসিআর পরীক্ষার সংখ্যাঃ ২৩৯ পজেটিভ-১৩ (স্থানীয়-৫, এফডিএমএন-৮), পজেটিভিটি হারঃ ৫.৪৪%, মুত্যু-নাই।

এ ছাড়া মোট পরীক্ষা: ২৩৯ (FDMN-১৭৮, হোস্ট-৬১) পজিটিভ: ১৩ (হোস্ট-৫, এফডিএমএন-৮) এবং এর ইতিবাচকতা হার: ৫.৪৪% (হোস্ট-৮.১৯%, এফডিএমএন-৪.৪৯%)

অপরদিকে রোগ নিয়ন্ত্রণ শাখা, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা থেকে একটি নির্দেণনা প্রেণ করা হয় বলে সিভিল আফিস জানায়, সম্প্রতি পার্শ্ববর্তী বিভিন্ন দেশে করোনা ভাইরাসের নতুন সাব ভ্যারিয়েন্ট বিশেষ করে অমিক্রন LF.7, XFG, JN.1 এবং NB.1.8.1 এর সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে বাংলাদেশে এর সংক্রমন প্রতিরোধে ভারত ও অন্যান্য সংক্রামক দেশ এবং বাংলাদেশ হতে ভারত এবং অন্যান্য সংক্রামক দেশে ভ্রমণরত নাগরিকদের জন্য দেশের সকল স্থল/নৌ/ বিমান বন্দরের আইএইচআর ডেস্ক সমূহে সার্ভেল্যান্স জোরদার এবং রিস্ক কমুনিকেশন কার্যক্রম জোরদারকল্পে সচেতনতামূলক এবং ভ্রমণ সংক্রান্ত পরামর্শঃ

সংক্রমণ প্রতিরোধে এসব নির্দেশনা সমূহ হলো: বারবার প্রয়োজনমত সাবান দিয়ে হাত ধুবেন (অন্তত ২০ সেকেন্ড)।নাক-মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করুন।আক্রান্ত ব্যক্তি হতে কমপক্ষে ৩ ফুট দূরে থাকতে হবে,অপরিস্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করবেন না,হাঁচি-কাশির সময় বাহু/ টিস্যু/ কাপড় দিয়ে নাক মুখ ঢেকে রাখুন।

পয়েন্টস অব এন্ট্রি সমূহে করনীয়ঃ

দেশের বিভিন্ন স্থল/নৌ/ বিমান বন্দর সমূহে আইএইচআর (IHR-2005) স্বাস্থ্য ডেস্ক সমূহে সতর্ক থাকা, হেলথ স্ক্রিনিং এবং সার্ভেল্যান্স জোরদার করুন।

দেশের পয়েন্টস অব এন্ট্রি সমূহে থার্মাল স্কান্যার/ ডিজিটাল হেন্ড হেল্ড থার্মোমিটারের মাধ্যমে নন টাচ টেকনিকে তাপমাত্রা নির্ণয় করুন।

চিকিৎসা কাজে স্বাস্থ্যকর্মীদের ব্যবহারের জন্য পর্যাপ্ত পরিমান মাস্ক, গ্লোভস এবং রোগ প্রতিরোধী পোশাক মজুদ রাখুন (PPE)

ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসচতেচনতা বৃদ্ধির জন্য রোগ প্রতিরোধ নির্দেশনা সমূহ প্রচার করুন।

জরুরী প্রয়োজন ব্যতীত ভারত ও অন্যান্য আক্রান্ত দেশসমূহে ভ্রমণ করা থেকে বিরত থাকুন।

সন্দেহজনক রোগীদের ক্ষেত্রে করনীয়

অসুস্থ হলে ঘরে থাকুন, মারাত্বক অসুস্থ হলে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন।রোগীর নাক-মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করতে বলুন। প্রয়োজন হলে আইইডিসিআর এর হটলাইন নাম্বারে যোগাযোগ করুন (০১৪০১-১৯৬২৯৩)।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সেন্টমার্টিনে নৌবাহিনীর ত্রাণ বিতরণ

This will close in 6 seconds

কোভিড নিয়ন্ত্রণ সংক্রান্ত জেলা কমিটির সভায় ৪ নির্দেশনা

আপডেট সময় : ১১:১০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে কোভিড নিয়ন্ত্রণ সংক্রান্ত জেলা কমিটির সভা।

কোভিড-১৯ সংক্রমণ রোধে ৪টি নির্দেশনা দেয়া হয়েছে। জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি, মাস্ক ব্যবহার নিশ্চিত করা, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং টিকাদান কার্যক্রম জোরদার করা। এছাড়াও কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য পর্যাপ্ত চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়াসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপত্বি করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক, কোভিড বিষয়ে সকলকে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে কোভিড পরিস্থিতি মোকাবিলায় সকলের সহযোগিতা কামনা করেন।

এ ছাড়া সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন জেলা প্রশাসক।

সভায় পুলিশ সুপার মো: সাইফউদ্দীন শাহীন, সিভিল সার্জন ডা: মোহাম্মদুল হক, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে উপপরিচালক বিপ্লব বড়ুয়া, প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ফাহমিদা বেগম, জেলা শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফাসহ সংশ্লিস্টরা বক্তব্য রাখেন।

এদিকে সিভিল সার্জনের কার্যালয় কক্সবাজার সূত্রে জানানো হয়, ১. RT-PCR Test: কক্সবাজার মেডিকেল কলেজে ৩টি RT-PCR Machine চালু আছে এবং ০৩ জন ল্যাব টেকনেশিয়ান কর্মরত আছে। পর্যাপ্ত পরিমাণ RT-PCR Test Kit মজুদ আছে। ২. RAT: উপজেলা এবং জেলা সদর হাসপাতালে মজুদকৃত RAT এর মেয়াদ উত্তীণ হওয়ায়, RAT এর জন্য উপজেলাসমূহ এবং ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতাল হতে চাহিদাপত্র সিডিসি, ঢাকা বরাবর পাঠানো হয়েছে। ৩. আইসোলেশন বেড: জেলাধীন ৭টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (টেকনাফ, উখিয়া, রামু, চকরিয়া, পেকুয়া, কুতুবদিয়া এবং মহেশখালী)-এ প্রতিটিতে ২ টি করে এবং কক্সবাজার জেলা সদর হাসপাতালে ১২ টি আইসোলেশন বেড প্রস্তুত করা হয়েছে।৪. আইসিইউঃ কক্সবাজার জেলা সদর হাসপাতালে ১০ শয্যাবিশিষ্ট আইসিইউ চালু আছে।৫. সেন্ট্রাল অক্সিজেন: টেকনাফ, এবং কুতুবদিয়া উপজেলা ব্যতীত বাকী ৫ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন লাইন চালু আছে।৬. হাই-ফ্লো ন্যাজাল ক্যানুলাঃ টেকনাফ, উখিয়া, পেকুয়া এবং কুতুবদিয়া উপজেলা ব্যতীত বাকী ৩ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাই-ফ্লো ন্যাজাল ক্যানুলা আছে। ৭. অক্সিজেন সিলিন্ডার: ৭টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সিলিন্ডার মজুদ আছে। ৮. জনবলঃ টেকনাফ উপজেলায় নার্সের ২৯ টি পদের বিপরীতে ২২ টি পদ শুণ্য এবং কুতুবদিয়া উপজেলায় নার্সের ২৯ টি পদের বিপরীতে ২১ টি পদ শুণ্য। ৯. কোভিড রোগীর পরিসংখ্যান: ০১.০১.২৫ হতে ১৬.০৬.২৫ পর্যন্ত মোট আরটিপিসিআর পরীক্ষার সংখ্যাঃ ২৩৯ পজেটিভ-১৩ (স্থানীয়-৫, এফডিএমএন-৮), পজেটিভিটি হারঃ ৫.৪৪%, মুত্যু-নাই।

এ ছাড়া মোট পরীক্ষা: ২৩৯ (FDMN-১৭৮, হোস্ট-৬১) পজিটিভ: ১৩ (হোস্ট-৫, এফডিএমএন-৮) এবং এর ইতিবাচকতা হার: ৫.৪৪% (হোস্ট-৮.১৯%, এফডিএমএন-৪.৪৯%)

অপরদিকে রোগ নিয়ন্ত্রণ শাখা, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা থেকে একটি নির্দেণনা প্রেণ করা হয় বলে সিভিল আফিস জানায়, সম্প্রতি পার্শ্ববর্তী বিভিন্ন দেশে করোনা ভাইরাসের নতুন সাব ভ্যারিয়েন্ট বিশেষ করে অমিক্রন LF.7, XFG, JN.1 এবং NB.1.8.1 এর সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে বাংলাদেশে এর সংক্রমন প্রতিরোধে ভারত ও অন্যান্য সংক্রামক দেশ এবং বাংলাদেশ হতে ভারত এবং অন্যান্য সংক্রামক দেশে ভ্রমণরত নাগরিকদের জন্য দেশের সকল স্থল/নৌ/ বিমান বন্দরের আইএইচআর ডেস্ক সমূহে সার্ভেল্যান্স জোরদার এবং রিস্ক কমুনিকেশন কার্যক্রম জোরদারকল্পে সচেতনতামূলক এবং ভ্রমণ সংক্রান্ত পরামর্শঃ

সংক্রমণ প্রতিরোধে এসব নির্দেশনা সমূহ হলো: বারবার প্রয়োজনমত সাবান দিয়ে হাত ধুবেন (অন্তত ২০ সেকেন্ড)।নাক-মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করুন।আক্রান্ত ব্যক্তি হতে কমপক্ষে ৩ ফুট দূরে থাকতে হবে,অপরিস্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করবেন না,হাঁচি-কাশির সময় বাহু/ টিস্যু/ কাপড় দিয়ে নাক মুখ ঢেকে রাখুন।

পয়েন্টস অব এন্ট্রি সমূহে করনীয়ঃ

দেশের বিভিন্ন স্থল/নৌ/ বিমান বন্দর সমূহে আইএইচআর (IHR-2005) স্বাস্থ্য ডেস্ক সমূহে সতর্ক থাকা, হেলথ স্ক্রিনিং এবং সার্ভেল্যান্স জোরদার করুন।

দেশের পয়েন্টস অব এন্ট্রি সমূহে থার্মাল স্কান্যার/ ডিজিটাল হেন্ড হেল্ড থার্মোমিটারের মাধ্যমে নন টাচ টেকনিকে তাপমাত্রা নির্ণয় করুন।

চিকিৎসা কাজে স্বাস্থ্যকর্মীদের ব্যবহারের জন্য পর্যাপ্ত পরিমান মাস্ক, গ্লোভস এবং রোগ প্রতিরোধী পোশাক মজুদ রাখুন (PPE)

ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসচতেচনতা বৃদ্ধির জন্য রোগ প্রতিরোধ নির্দেশনা সমূহ প্রচার করুন।

জরুরী প্রয়োজন ব্যতীত ভারত ও অন্যান্য আক্রান্ত দেশসমূহে ভ্রমণ করা থেকে বিরত থাকুন।

সন্দেহজনক রোগীদের ক্ষেত্রে করনীয়

অসুস্থ হলে ঘরে থাকুন, মারাত্বক অসুস্থ হলে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন।রোগীর নাক-মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করতে বলুন। প্রয়োজন হলে আইইডিসিআর এর হটলাইন নাম্বারে যোগাযোগ করুন (০১৪০১-১৯৬২৯৩)।