ঢাকা ১০:০১ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
“গণভোট ও নির্বাচনে বাংলাদেশ বেতার” শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো ওরা, রামুতে দেশীয় অস্ত্র ও গ্রীল কাটার মেশিনসহ গ্রেপ্তার ২ ‘শিকারী ও দালাল সাংবাদিকতা দেশের অর্জনকে ম্লান করেছে – কক্সবাজারে পিআইবির মহাপরিচালক রোহিঙ্গারা নির্বাচনে ইনভলভ হওয়ার সুযোগ নেই- শাহজাহান চৌধুরী ‘ধানের শীষে ভোট দিলে ৫ হাজার টাকা, ভিডিও প্রমাণ দিয়েও প্রশাসন পদক্ষেপ নেয়নি’ প্রবাসী ভোটাররা আজ থেকে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন টেকনাফের জালিয়া পাড়ায় ৫০ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার যেকোন মূহুর্তে উখিয়া-টেকনাফে আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে – আনোয়ারী’র শংকা গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বিএনপি হাঁস প্রতীক পেলেন ব্যারিস্টার রুমিন ফারহানা ভোটের প্রচারে নেমে প্রথম দিনে ছয় জেলায় সমাবেশ করবেন তারেক রহমান বাংলাদেশের সমর্থনে এবার আইসিসিকে চিঠি পাঠাল পিসিবি ফুটবল প্রতীক পেলেন তাসনিম জারা আজ প্রতীক বরাদ্দ, কাল থেকে প্রচারণা শুরু ২০২৬ সালে হজে যেতে নিবন্ধন করেছেন ৭৬ হাজার ৫৮০ বাংলাদেশি

কুমিল্লা-২: হাইকোর্টের রায় স্থগিত, ইসির সীমানা অনুযায়ী হবে নির্বাচন

কুমিল্লা-২ আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) গেজেট অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। এর ফলে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী হোমনা ও তিতাস উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-২ আসনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর করে এই আদেশ দেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন কুমিল্লা-২ আসনের সীমানা পরিবর্তন করে একটি গেজেট প্রকাশ করে। আগে মেঘনা ও তিতাস উপজেলা নিয়ে এই আসন গঠিত থাকলেও নতুন গেজেটে মেঘনাকে সরিয়ে নেওয়া হয় কুমিল্লা-১ আসনে এবং হোমনা উপজেলাকে কুমিল্লা-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়। ইসির এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন ওই আসনের জামায়াত মনোনীত প্রার্থী নাজিম উদ্দিন আলম।

রিটের শুনানি নিয়ে গত ২০২৫ সালের ২৪ সেপ্টেম্বর হাইকোর্ট রুল জারি করেছিলেন। পরবর্তীতে গত ৮ জানুয়ারি বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ সীমানা পরিবর্তনের গেজেটটি অবৈধ ঘোষণা করেন এবং ২৪ ঘণ্টার মধ্যে আগের অবস্থায় (মেঘনা ও তিতাস) ফিরিয়ে নিয়ে গেজেট প্রকাশের নির্দেশ দেন।

হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হলে আজ শুনানি শেষে আদালত হাইকোর্টের আদেশটি স্থগিত করেন। এর ফলে নির্বাচন কমিশনের পুনর্নির্ধারণ করা সীমানাই (হোমনা ও তিতাস) বহাল থাকলো। আদালতে রিটের পক্ষে শুনানি করেছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী ও ব্যারিস্টার সাইফুল ইসলাম উজ্জ্বল।

এই আদেশের ফলে কুমিল্লা-১ ও কুমিল্লা-২ আসনের নির্বাচনি সীমানা নিয়ে দীর্ঘদিনের আইনি জটিলতার অবসান ঘটলো।

সূত্র: বাংলা ট্রিবিউন

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

“গণভোট ও নির্বাচনে বাংলাদেশ বেতার” শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

This will close in 6 seconds

কুমিল্লা-২: হাইকোর্টের রায় স্থগিত, ইসির সীমানা অনুযায়ী হবে নির্বাচন

আপডেট সময় : ১২:২০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬

কুমিল্লা-২ আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) গেজেট অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। এর ফলে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী হোমনা ও তিতাস উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-২ আসনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর করে এই আদেশ দেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন কুমিল্লা-২ আসনের সীমানা পরিবর্তন করে একটি গেজেট প্রকাশ করে। আগে মেঘনা ও তিতাস উপজেলা নিয়ে এই আসন গঠিত থাকলেও নতুন গেজেটে মেঘনাকে সরিয়ে নেওয়া হয় কুমিল্লা-১ আসনে এবং হোমনা উপজেলাকে কুমিল্লা-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়। ইসির এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন ওই আসনের জামায়াত মনোনীত প্রার্থী নাজিম উদ্দিন আলম।

রিটের শুনানি নিয়ে গত ২০২৫ সালের ২৪ সেপ্টেম্বর হাইকোর্ট রুল জারি করেছিলেন। পরবর্তীতে গত ৮ জানুয়ারি বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ সীমানা পরিবর্তনের গেজেটটি অবৈধ ঘোষণা করেন এবং ২৪ ঘণ্টার মধ্যে আগের অবস্থায় (মেঘনা ও তিতাস) ফিরিয়ে নিয়ে গেজেট প্রকাশের নির্দেশ দেন।

হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হলে আজ শুনানি শেষে আদালত হাইকোর্টের আদেশটি স্থগিত করেন। এর ফলে নির্বাচন কমিশনের পুনর্নির্ধারণ করা সীমানাই (হোমনা ও তিতাস) বহাল থাকলো। আদালতে রিটের পক্ষে শুনানি করেছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী ও ব্যারিস্টার সাইফুল ইসলাম উজ্জ্বল।

এই আদেশের ফলে কুমিল্লা-১ ও কুমিল্লা-২ আসনের নির্বাচনি সীমানা নিয়ে দীর্ঘদিনের আইনি জটিলতার অবসান ঘটলো।

সূত্র: বাংলা ট্রিবিউন