আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার–৩ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী লুৎফুর রহমান কাজলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। সোমবার কক্সবাজার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন কক্সবাজার পৌর বিএনপির আহ্বায়ক রফিকুল হুদা চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সুবেদার মেজর (অব.) আব্দুল মাবুদ, রামু উপজেলা বিএনপির আহ্বায়ক মোকতার আহমদ, ঈদগাঁও উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল কালাম এবং কক্সবাজার পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল কায়ুম। এছাড়াও বিভিন্ন স্তরের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ এ সময় বলেন, লুৎফুর রহমান কাজল একজন পরিচ্ছন্ন ও জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁরা আশা প্রকাশ করেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে কক্সবাজার–৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হবেন। একই সঙ্গে তাঁরা শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রতি আহ্বান জানান।
রাহুল মহাজন: 






















