কক্সবাজার সরকারি কলেজে জুলাই বিপ্লব-২০২৪ পরবর্তী আইনশৃঙ্খলা উন্নয়ন ও শিক্ষক-শিক্ষার্থী সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় কলেজের প্রশাসনিক ভবনের ২০৪ নম্বর কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন একাদশ মানবিক শাখার শিক্ষার্থী আনাস আফ্রিদি। গীতা থেকে পাঠ করেন একাদশ ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী পুষ্পিতা দাশ এবং ত্রিপিটক থেকে পাঠ করেন একই বিভাগের শিক্ষার্থী পুঁথিমালা তনচংগ্যা।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সোলাইমানের সভাপতিত্বে এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোজাফ্ফর আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন র্যাব-১৫, কক্সবাজারের পদাতিক অধিনায়ক লে. কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন। তিনি শিক্ষার্থীদের নানামুখী দিক নির্দেশনা প্রদান করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবুল হাসনাত মো. মফিজুল হক। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন আব্দুল্লাহ আল নোমান, ইব্রাহিম খলিল, মেহেরুন রিফা, রুবায়েত মুহাম্মদ এবং রবিউল আলম।
অনুষ্ঠানে মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী আতাহার সাকিফের নেতৃত্বে একটি যৌথ সঙ্গীত পরিবেশনা অনুষ্ঠিত হয়। সভায় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সভা শেষে র্যাব-১৫ এর পক্ষ থেকে শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী উপহার প্রদান করা হয়।