কক্সবাজারে বৃহত্তম স্বেচ্ছাসেবী সংগঠন কক্সবাজার ব্লাড ডোনার’স সোসাইটির নবীন সদস্য বরণ ও পরিচিতি সভা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রোববার (২৯ ডিসেম্বর) বিকেল তিনটায় ঝিনুক ফুড পার্ক হল রুমে আনুষ্ঠানিক ভাবে ১০০ জন নতুন সদস্যকে ফুল দিয়ে সংগঠনটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়।
সংগঠনটির পরিচালনা পরিষদের সদস্য ইমরান হোসাইন নবীর সঞ্চালনায় ও সংগঠনটির এডমিন মোজাহিদ আলীর সভাপতিত্বে নতুন সদস্যের প্রতি সাংগঠনিকভাবে দিকনির্দেশনা ও অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন সংগঠন পরিচালনা পরিষদের সদস্য মোহাম্মদ হোসাইন, মোহাম্মদ মহসিন, মাহমুদুল হাসান রাশেদ, হাসান পারভেজ, রাশেদুল ইসলাম রাসেল।
এসময় পরিচালক ও এডমিন মোজাহিদ আলী বলেন, সাংগঠনিক এবং সুশৃঙ্খলভাবে সকলকে কাজ করতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধে সমাজিক ভাবে এবং আইনি কাজে সহযোগিতা করা, থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে সাধারণ জনগনকে সচেতন করা এবং থ্যালাসেমিয়া রোগীদের বিনামূল্যে রক্তদানের ব্যাবস্থা করা। অসহায় রোগীদের আর্থিক সহযোগীতা করা। নিখোঁজ ও ভবঘুরে মানুষকে সুস্থ করে পরিবারের কাছে হস্তান্তর করা। সহ নানা মানবিক কাজের মাধ্যমে এগিয়ে যেতে হবে।