বাংলাদেশ স্কাউটস কক্সবাজার জেলা রোভারের ইতিহাসে প্রথম বারের মত পায়ে হেঁটে ১৫০ কি.মি. পরিভ্রমণে বের হয়েছে কক্সবাজার সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের তিনজন রোভার স্কাউট এবং দুইজন গার্ল ইন রোভার স্কাউট সদস্য, কক্সবাজার সিটি কলেজ রোভার স্কাউট গ্রুপের দুইজন রোভার স্কাউট সদস্য এবং রম্য মুক্ত গার্ল ইন রোভার স্কাউট গ্রুপের একজন গার্ল ইন রোভার সদস্য রোভার স্কাউটের সর্বোচ্চ অ্যাওয়ার্ড প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের লক্ষে: “পরিচ্ছন্নতা,বৃক্ষরোপণ, সেবাই রোভার স্কাউটদের অঙ্গীকার ” “একটি গাছ, একটি প্রাণ, ভরে উঠুক ধরণী মহান ” “অতিরিক্ত গতি নয়, নিরাপদ গতি চাই,
সচেতন চালকই দুর্ঘটনা রুখে দেয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ১৪ থেকে ১৮ সেপ্টেম্বর পায়ে হেঁটে ১৫০ কি.মি কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত পরিভ্রমণের উদেশ্যে রওনা দিয়েছে।
পরিভ্রমণ কারীরা হলো কক্সবাজার সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভার মেট মোহাম্মদ এহছান এবং রাকিব উদ্দীন বাবু, সহকারী রোভার মেট সাফায়েত করিম অনিক। কক্সবাজার সরকারি কলেজ গার্ল ইন রোভার স্কাউট গ্রুপের রোভার মেট ফয়জুন নেছা মাসিয়াত এবং আসমাউল হুসনা। কক্সবাজার সিটি কলেজ রোভার স্কাউট গ্রুপের দুর্জয় রূদ্র ও আদিত্য বডুয়া। রম্য মুক্ত গার্ল ইন রোভার স্কাউট গ্রুপের সিফাতুন নেছা।
সাথে পরিদর্শক হিসেবে রয়েছেন সিআরসিডি মুক্ত রোভার স্কাউট গ্রুপের গার্ল ইন রোভার স্কাউট লিডার জনাব শাবিনা চৌধুরী প্রিয়া।
পরিভ্রমণ কারী কক্সবাজার সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভার মেট রাকিব উদ্দীন বাবু বলেন, আজ ১৪ সেপ্টেম্বর আমরা কক্সবাজার সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের তিনজন রোভার স্কাউট এবং দুইজন গার্ল ইন রোভার স্কাউট সদস্য কক্সবাজার হতে চট্টগ্রাম ১৫০ কিমি পথ পায়ে হেঁটে পরিভ্রমণের উদেশ্যে রওনা হয়েছি। আমাদের সাথে সিটি কলেজ এবং রম্য মুক্ত স্কাউট গ্রুপের আরও ৩ জন রয়েছে। আমরা প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের লক্ষে আমাদের রোভার স্কাউট প্রোগ্রাম অনুযায়ী পায়ে হেঁটে পরিভ্রমণ শুরু করছি, আমরা আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত পরিভ্রমণ করে পাঁচ দিনে আমাদের এই পরিভ্রমণ শেষ করবো। আমরা প্রথম দিন ৩০ কিমি, দ্বিতীয় দিন ২৫ কিমি, তৃতীয় দিন ৩৮ কিমি, চতুর্থ দিন ৩৯ কিমি এবং পঞ্চম দিন ২২ কিমি পথ অতিক্রম করবো। এই যাত্রা আমরা কক্সবাজার জেলা প্রশাসকের কার্যলয় হতে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত।