কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) নতুন তিন সদস্য নিয়োগ দেয়া হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সহকারী সচিব এ. কে. এম. লিয়াকত হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানা গেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী নিয়োগপ্রাপ্ত সদস্যরা হলেন- কক্সবাজার শহরের বার্মিজ স্কুল রোড়ের বাসিন্দা বিশিষ্ট চিকিৎসক ডা. মায়েনু, বিশিষ্ট রাজনীতিক,সমাজকমী,উদ্যোক্তা, গণমাধ্যমকর্মী শহরের ঝাউতলা আলহেরা হোটেলের স্বত্বাধিকারী মোঃ সরওয়ার আলম ও মহেশখালীর কালারমারছড়ার উত্তর নলবিলার বাসিন্দা সাংবাদিক রকিয়ত উল্লাহ।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৬ এর ধারা ৫(১)(ঢ) ও ৫(৫) উপধারা অনুযায়ী এ নিয়োগ দেওয়া হয়েছে। ২২ সেপ্টেম্বর ২০২৫ থেকে ২১ সেপ্টেম্বর ২০২৮ সাল পর্যন্ত তারা তিন বছরের জন্য দায়িত্ব পালন করবেন।