প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন,”যে শিক্ষক তার মূল দায়িত্ব যথাযথভাবে পালন করেন না, তাকে শিক্ষক বলা যায় না। তবে যারা দায়িত্বের সঙ্গে শিক্ষাদান করছেন, তাদের প্রতি পূর্ণ শ্রদ্ধা এবং তাদের ন্যায্য দাবী আদায়ে সব সময় পাশে থাকবো।”
শনিবার সকালে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ক স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভাশেষে তিনি সাংবাদিকদের এই কথা বলেন।
উপদেষ্টা বলেন,প্রাথমিক শিক্ষার নতুন পাঠ্যপুস্তক মুদ্রণ কার্যক্রম প্রায় শেষ। জেলা পর্যায়ে বেশিরভাগ বই পৌঁছে গেছে এবং জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীরা সব বই হাতে পাবে। কোনো উৎসব বা অনুষ্ঠান করে বই বিতরণ করা হবে না; বই সরাসরি প্রতিটি বিদ্যালয়ে পৌঁছে যাবে।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো: মাসুদ রানা,প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নুর মো: শামসুজ্জামানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
রাহুল মহাজন 























