কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে শুরু হয়েছে ৫৪তম সার্বজনীন শ্রী শ্রী রাস মহোৎসব। গতকাল (রবিবার) রাতে খুরুশকুল পালপাড়া শ্রী শ্রী রাসবিহারী মন্দির প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বীদের এই ঐতিহ্যবাহী পাঁচদিনব্যাপী উৎসবের উদ্বোধন করা হয়।
উৎসবের উদ্বোধন করেন লামা শ্রী শ্রী জগন্নাথ ঋষি আশ্রমের অধ্যক্ষ শ্রী শ্রীমৎ স্বামী জগন্নাথনন্দ পুরী মহারাজ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাস মহোৎসব উদযাপন কমিটির সভাপতি এডভোকেট নেপাল পাল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুরুশকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সুবেদার মেজর (অব.) আব্দুল মাবুদ, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শহীদুল আলম বাহাদুর, কক্সবাজার শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের সম্পাদক শ্রী দুলাল কান্তি চক্রবর্তী, জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি উদয় শংকর পাল মিঠু ও সাধারণ সম্পাদক স্বপন দাশ, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট বাপ্পী শর্মা ও সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপম, খুরুশকুল ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নাছির উদ্দিন এবং সাবেক চেয়ারম্যান মো. আব্দুর রহিম মাস্টার।
এছাড়া রাস মহোৎসব উদযাপন কমিটির সাধারণ সম্পাদক স্বপন পাল (নাজির), অর্থ সম্পাদক মাস্টার পিকলুময় পাল, জেলা বিএনপির সদস্য এডভোকেট সাইফুল্লাহ নূর, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দোলন ধর, খুরুশকুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিনসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
পৌর প্রিপ্যারেটরি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পার্থ প্রতিম পালের সঞ্চালনায় ধর্মীয় আলোচনা করেন চন্দনাইশ গাছবাড়িয়া শচ্চিদানন্দ ধামের অধ্যক্ষ শ্রীপাদ মিলন গোস্বামী, মহেশখালী ডিগ্রি কলেজের অধ্যাপক আশীষ চক্রবর্তী, উখিয়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক অজিত দাশ এবং ডা. শ্রী কমল হরি পাল।
আগামী ৭ নভেম্বর (শুক্রবার) ভোর পর্যন্ত চলবে এ রাস মহোৎসব। পাঁচদিনব্যাপী এই আয়োজনের মধ্যে রয়েছে শুভ অধিবাস, পূজা-অর্চনা, বিশেষ প্রার্থনা, মহাপ্রসাদ বিতরণ, হরিনামযজ্ঞ, লীলা প্রদর্শনীসহ নানা ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সভা শুরুর আগে পবিত্র গীতা পাঠ করেন আনিকা পাল। পরে খুরুশকুল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রয়াত শিবলু পালের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।
নিজস্ব প্রতিবেদক 



















