বাংলাদেশ ও মিয়ানমার উপকূলের নিকটে একটি সুস্পষ্ট লঘুচাপ বিরাজ করছে। এটি উভয় দেশের উত্তর-পশ্চিম দিকের উপকূলে আগ্রসর হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা প্রেরিত এক সতর্কবার্তায় জানানো হয়,
লঘুচাপের প্রভাবে ৪ নভেম্বর বিকেল ৪টা থেকে পরববর্তী ৪৮ ঘন্টায় কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও চট্টগ্রাম জেলার কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। অতি ভারী বর্ষণের কারণে এসব পাহাড়ী এলাকায় রয়েছে ভূমি ধ্বসের সম্ভাবনা।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের অপর এক সতর্কবার্তায় কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৩ নং সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে
বিশেষ প্রতিবেদক: 



















