সারাদেশে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আগামী ১৯ জুলাই কক্সবাজার আসছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র কেন্দ্রীয় নেতারা। এনসিপি কর্মসূচিটির নাম দিয়েছে “দেশ গড়তে জুলাই পদযাত্রা”।
কক্সবাজার সফরে আগতদের মধ্যে রয়েছে এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতাদের একটি বহর।
এদিকে সদ্যজাত সংগঠনটির কেন্দ্রীয় নেতাদের কক্সবাজার আগমন উপলক্ষে প্রচারণা শুরু করেছে এর নেতাকর্মীরা। সোমবার (৭জুলাই) কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ড সমিতি পাড়া, কুতুবদিয়া পাড়া ও উখিয়ায় প্রচারপত্র বিলি করতে দেখা গেছে জেলার এনসিপি, গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং যুবশক্তির নেতাকর্মীদের।
প্রচারণায় থাকা এনসিপি’র কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সুজা উদ্দিন বলেন, এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। এই পদযাত্রার মাধ্যমে এনসিপি সেই সাহসী ছাত্র-জনতার কথা শুনতে চায়, যারা ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের জন্য জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়ে পরিবর্তনের ঝড় তুলেছিল।
জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় নেতা আসিফ বাপ্পী জানান, এনসিপি জানাতে চায়, জনগণ কেমন বাংলাদেশ চায়, নতুন ধারার রাজনীতি নিয়ে তাদের ভাবনা কী এবং তরুণ প্রজন্মের রাজনীতিবিদদের কাছে তাদের স্বপ্ন ও প্রত্যাশা কী।
জেলার সংগঠক খালিদ বিন সাঈদ, বলেন, এই পদযাত্রা কেবল বক্তব্য দেওয়ার জন্য নয়, বরং জনগণের কথা শোনার জন্য- বিশেষ করে দেশের তরুণ, বঞ্চিত, প্রান্তিক ও আশাবাদী মানুষের জীবন, স্বপ্ন ও সংগ্রামের কথা সরাসরি শোনার জন্য।