উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অন্তত একজনের মৃত্যু হয়েছে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
এই ঘটনায় বহু মানুষ আহত হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। এখনো উদ্ধার কার্যক্রম চলায় আহতদের সঠিক সংখ্যা জানা যায়নি।
সোমবার দুপুরে বাংলাদেশের বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়।
ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও সেখানে উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছেন।
বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা।।
সূত্র:বিবিসি বাংলা