চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, গত ১৬ বছর ধরে কক্সবাজারকে ইয়াবার স্বর্গরাজ্য হিসেবে চিহ্নিত করা হয়েছিল। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত আমাদের একটি গুরুত্বপূর্ণ সম্পদ। এই সম্পদকে রক্ষা করতে হবে। সমুদ্র সৈকত পরিচ্ছন্ন রাখতে হবে এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে কক্সবাজারকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে হবে।
শনিবার সকাল ১০টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতে অনুষ্ঠিত পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে ইপসার উদ্যোগে আয়োজিত সচেতনতামূলক এই কর্মসূচি চলাকালে মেয়র পর্যটকদের সঙ্গে কথা বলেন এবং সৈকত পরিচ্ছন্ন রাখার বিষয়ে পরামর্শ দেন।
কর্মসূচিতে ইপসার পরিচালক ড. আরিফুর রহমান, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান লায়ন মুজিবুর রহমান এবং ছাত্রদল নেতা ডা. মাহামুদুল হক জনি অংশ নেন। এ সময় ট্যুরিস্ট পুলিশ ও বীচ ম্যানেজমেন্ট কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।
টিটিএন ডেস্ক: 



















