প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন কক্সবাজারের সন্তান তানভীরুল মিরাজ রিপন। এসময় রিপনকে প্রধান উপদেষ্টা চাটগাঁইয়া ভাষায় বলেছেন “ইবা অইলদে আসল রোহিঙ্গা লয় জানেদে মানুষ” (রিপন হচ্ছে আসল রোহিঙ্গা বিশেষজ্ঞ)।
গেলো ২২ ফেব্রুয়ারী লন্ডনের স্কাই নিউজের জন্য প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় সাক্ষাতকার নিতে গেলে রিপনকে এই কথা বলেন প্রধান উপদেষ্টা। এসব তথ্য টিটিএন কে জানিয়েছেন রিপন।
তানভীরুল মিরাজ রিপন বলেন, স্কাই নিউজের এশিয়া করেসপন্ডেন্ট কর্ডেলিয়া লিঞ্চ, এশিয়া প্রডিউসার রাসেল থর্ন এবং ক্যামেরাম্যান রিচার্ডকে সাথে নিয়ে বাংলাদেশ প্রযোজক হিসেবে সাক্ষাতকার নিতে গেলে প্রধান উপদেষ্টা চাটগাঁইয়া ভাষায় প্রায় ৫ মিনিটের অধিক আলাপ করেন প্রধান উপদেষ্টা। এসময় রোহিঙ্গা ইস্যু, বাংলাদেশ ইস্যু এবং নির্বাচন নিয়ে কথা হয় প্রধান উপদেষ্টার সাথে।
“এসময় প্রধান উপদেষ্টা চাটগাঁইয়া ভাষায় বলেন, এ ভাষায় শুধু আমরা বুঝতে পারি। খুবই ভালো লাগছে চাটগাঁইয়া ভাষায় কথা বলতে পেরে” বলেন রিপন।
তানভীরুল মিরাজ রিপন হলেন একজন বাংলাদেশী স্বাধীন সাংবাদিক এবং চলচ্চিত্র প্রযোজক যিনি AFP, The Economist, Australian Broadcasting Corporation, CNN, The New Humanitarian, NBC, EPA এবং অন্তত পাঁচটি প্রতিষ্ঠানের সাথে কাজ করেছেন।
তিনি নিয়মিত রোহিঙ্গা শরণার্থী, সংঘাত, রাজনীতি, মানবাধিকার, লিঙ্গ, জলবায়ু পরিবর্তন, আন্তঃসীমান্ত নিরাপত্তা এবং দক্ষিণ এশিয়ার সোনালী ত্রিভুজ কভার করেন। রিপনের কাজ CNN-এর Amanpour Hours এবং BBC-এর আওয়ার ওয়ার্ল্ডে প্রকাশিত হয়েছে। রিপন রোহিঙ্গা ইস্যু, উত্তর রাখাইনের কভারেজ, অধ্যাপক নোয়াম চমস্কি এবং অধ্যাপক স্লাভোজ জিজেকের সাথে তার সাক্ষাৎকারের জন্য ব্যাপকভাবে পরিচিত।
এএফপি রিপনের ছবিকে ২০২১ সালের বিশ্বের সেরা ছবি হিসেবে স্বীকৃতি দিয়েছে। তিনি পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি চট্টগ্রাম থেকে সাংবাদিকতা এবং মিডিয়া স্টাডিজে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস থেকে শান্তি সংঘর্ষ এবং মানবাধিকার বিষয়ে পেশাদার স্নাতকোত্তর শেষ করেছেন। বর্তমানে দ্যা ইকোনমিস্টের বাংলাদেশ প্রতিনিধি এবং স্কাই নিউজের বাংলাদেশ প্রযোজক হিসেবে কাজ করছেন।