ঢাকা ১০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চকরিয়ায় যুবদল নেতাকে পিটিয়ে হত্যা রুমিন ফারহানা-নীরবসহ ৮ জনকে বিএনপি থেকে বহিষ্কার থার্টি ফার্স্ট নাইট:জেলা পুলিশের কঠোর বিধি-নিষেধ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার সেন্টমার্টিনগামী জাহাজে যৌথ অভিযান কোস্টগার্ডের খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘের শোক খালেদা জিয়ার স্মৃতিচিহ্ন এবং একটি চেয়ার বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শোক খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোক খালেদার সেবাসঙ্গী ফাতেমা খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিন শোক পালনের কর্মসূচি বিএনপির রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর বেগম খালেদা জিয়ার মৃত্যু দেশের রাজনীতিতে বিশাল শূন্যতা

আপেল হাতে জয়ার বার্তা: আপেল হয়ো না

গেল ক’দিন ধরে, বিশেষকরে শহরে কুয়াশা নামার পর থেকে জয়া আহসানকে দেখা গেছে ঘর-গেরস্থালিতে ব্যস্ত হতে! মানে কখনও ছাদবাগিচা, কখনও ঢাকার অদূরে ফার্মহাউজে; গাছ-গাছালি আর ফল-মূলের সঙ্গে সখ্যতা গড়তে। তাও আবার সাদামাটা সাজ-পোশাকে।

সেই জয়া বুধবার (১০ ডিসেম্বর) রাতে আপেল হাতে হঠাৎ চমকে দিলেন নেটাগরিকদের! সঙ্গে নতুন লুকে ধরা দিলেন এই অভিনেত্রী, যা দেখে মুগ্ধ তার ভক্ত-অনুরাগীরা। যদিও ছবির ওজনদার ক্যাপশনে জন্ম দিয়েছে নতুন বার্তা।

প্রকাশিত একগুচ্ছ আপেল-ছবির মাঝেও তার বার্তাটি যেন ভাবনার খোরাক জুগিয়েছে, বিশেষ করে নারীকুলে। তিনি লাল টকটকা আপেল হাতে নিয়ে ফটোশুট করে ক্যাপশনে লিখে দিয়েছেন, ‘ডোন্ট বি এন অ্যাপল’, মানে আপেল হয়ো না। জয়া সম্ভবত এটা বুঝাতে চেয়েছেন, এমন হয়ো না যাতে কেউ চাইলেই কামড় দিয়ে খেয়ে ফেলতে পারে কিংবা সহজে পচে যেতে পারো।

এই ছবিগুলোতে তার কঠোর বার্তা আর ফ্যাশন স্টেটমেন্ট ছিল ঐতিহ্য আর আধুনিকতার এক অনন্য মেলবন্ধন। অভিনেত্রীর পরনে দেখা যায় পাথরের জমকালো কাজ করা খয়রি রঙের ব্লাউজ। সঙ্গে ম্যাচিং টিপ, লিপস্টিক, খোঁপায় গোলাপ ও আপেল। নিম্নাঙ্গে বেছে নিয়েছেন উন্মুক্ত নাভিতে ধূসর রঙের জিন্স। চোখে স্টাইলিশ রোদচশমা তাকে দিয়েছে আভিজাত্যের লুক।

যদিও সব ছাপিয়ে সবার নজর কেড়েছে হাতের মুঠোয় আপেল আর ছবির ক্যাপশনে! যা গতরাত থেকেই সোশ্যালে আলোচনার কেন্দ্রে চলে আসে।

সূত্র:বাংলা ট্রিবিউন

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

This will close in 6 seconds

আপেল হাতে জয়ার বার্তা: আপেল হয়ো না

আপডেট সময় : ১২:৫৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫

গেল ক’দিন ধরে, বিশেষকরে শহরে কুয়াশা নামার পর থেকে জয়া আহসানকে দেখা গেছে ঘর-গেরস্থালিতে ব্যস্ত হতে! মানে কখনও ছাদবাগিচা, কখনও ঢাকার অদূরে ফার্মহাউজে; গাছ-গাছালি আর ফল-মূলের সঙ্গে সখ্যতা গড়তে। তাও আবার সাদামাটা সাজ-পোশাকে।

সেই জয়া বুধবার (১০ ডিসেম্বর) রাতে আপেল হাতে হঠাৎ চমকে দিলেন নেটাগরিকদের! সঙ্গে নতুন লুকে ধরা দিলেন এই অভিনেত্রী, যা দেখে মুগ্ধ তার ভক্ত-অনুরাগীরা। যদিও ছবির ওজনদার ক্যাপশনে জন্ম দিয়েছে নতুন বার্তা।

প্রকাশিত একগুচ্ছ আপেল-ছবির মাঝেও তার বার্তাটি যেন ভাবনার খোরাক জুগিয়েছে, বিশেষ করে নারীকুলে। তিনি লাল টকটকা আপেল হাতে নিয়ে ফটোশুট করে ক্যাপশনে লিখে দিয়েছেন, ‘ডোন্ট বি এন অ্যাপল’, মানে আপেল হয়ো না। জয়া সম্ভবত এটা বুঝাতে চেয়েছেন, এমন হয়ো না যাতে কেউ চাইলেই কামড় দিয়ে খেয়ে ফেলতে পারে কিংবা সহজে পচে যেতে পারো।

এই ছবিগুলোতে তার কঠোর বার্তা আর ফ্যাশন স্টেটমেন্ট ছিল ঐতিহ্য আর আধুনিকতার এক অনন্য মেলবন্ধন। অভিনেত্রীর পরনে দেখা যায় পাথরের জমকালো কাজ করা খয়রি রঙের ব্লাউজ। সঙ্গে ম্যাচিং টিপ, লিপস্টিক, খোঁপায় গোলাপ ও আপেল। নিম্নাঙ্গে বেছে নিয়েছেন উন্মুক্ত নাভিতে ধূসর রঙের জিন্স। চোখে স্টাইলিশ রোদচশমা তাকে দিয়েছে আভিজাত্যের লুক।

যদিও সব ছাপিয়ে সবার নজর কেড়েছে হাতের মুঠোয় আপেল আর ছবির ক্যাপশনে! যা গতরাত থেকেই সোশ্যালে আলোচনার কেন্দ্রে চলে আসে।

সূত্র:বাংলা ট্রিবিউন