চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার নুরুল হকের বড় কন্যা ও কক্সবাজার বিমান বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালযয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা হোসনে আরা বেগম আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন।
শনিবার (২১ জুলাই) ঢাকা বি, আর বি হাসপাতাল থেকে চিকিৎসা শেষে চট্টগ্রামে যাত্রাপথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিলো ৬৬ বছর। তিনি ঝাউতলা নিবাসী মরহুম মুজাফফর কোম্পানির সহধর্মিনী ছিলেন এবং বৃহত্তর ঝাউতলা যুব সমাজ কমিটির সভাপতি মোঃ আসাদুল হক সানির মাতা।
হোসনে আরা দুই সন্তান রেখে গেছেন। ২০১৭ সালে বিমান বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে অবসর গ্রহণ করেন এই শিক্ষিকা। তিনি দীর্ঘদিন যাবথ ca -stomach cancer a আক্রান্ত ছিলেন। পরে isimik stock e sepcis penamonia তে আক্রান্ত হন।