ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে রাঙ্গামাটি অনূর্ধ্ব১৮ দলকে ১২৫ রানে পরাজিত করেছে কক্সবাজার অনূর্ধ্ব-১৮ ক্রিকেট দল। ৫০ ওভারের খেলায় টসে জিতে প্রথমে ব্যাট করে ৪৭.২ ওভারে সকল উইকেট হারিয়ে ২১৫ রান করতে সক্ষম হয় কক্সবাজার। ২১৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২৬.২ ওভারে ৯০ নিয়ে অলআউট হয়ে যায় রাঙ্গামাটি।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ৯ টা ৩০ মিনিটে চট্টগ্রাম উইমেন কমপ্লেক্সে ম্যাচটি শুরু হয়ে শেষ হয় বিকেল ৩ টা ৪ মিনিটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা ক্রীড়া কর্মকর্তা মাঈন উদ্দিন মিলকি। তিনি বলেন, প্রথম ম্যাচে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ কক্সবাজার দল রাঙ্গামাটিকে হারিয়ে শুভসূচনা করেছে। কক্সবাজার দলকে অভিনন্দন।