রামুতে জয় বড়ুয়া নামে এক যুবকের হারিয়ে যাওয়া সিম দিয়ে নগদ একাউন্ট খুলে একাধিক আর্থিক লেনদেনের ভয়ংকর তথ্য পাওয়া গেছে প্রতারক চক্রের বিরুদ্ধে । এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী জয় বড়ুয়া।
ভুক্তভোগী জয় বড়ুয়া বলেন, গত বছরের ৪ জুন জোয়ারিয়ানালা ইউনিয়নের বড়ুয়া পাড়া এলাকা থেকে আমার নামে রেজিস্ট্রেশন করা গ্রামীণ সিম কার্ডটি হারিয়ে যায় । যার নং – ০১৭০৭-২১৭৮১৩। এই সিম দিয়ে নগদ একাউন্ট খুলে একটি চক্র আর্থিক লেনদেন করে মানুষের সাথে প্রতারণা করে যাচ্ছে। আমি বিষয়টি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। সেসাথে উল্লেখিত সিম ব্যবহার করে কেউ নগদ বা বিকাশে লেনদেন না করতে সবাই সর্তক থাকার অনুরোধ জানাচ্ছি।
এ ঘটনায় জয় বড়ুয়ার বাবা বিমল বড়ুয়া বলেন, আমার ছেলের সিম কার্ডটি হারিয়ে যাওয়ার পর এক শ্রেণির প্রতারক চক্র নগদের মাধ্যমে প্রতারণা করে যাচ্ছে। বিষযটি আমরা অবগত হওয়ার পর রামু থানায় সাধারণ ডায়েরি করেছি। পরে সিআইডির মাধ্যমে জানতে পারি সিমটি উখিয়া থেকে ব্যবহার করা হচ্ছে। এই প্রতারককে আইনের আওতায় আনার জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
এ বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) ইমন কান্তি চৌধুরী বলেন, সিমটি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা করছি আমরা । সিমটি যতদ্রুত সম্ভব উদ্ধার করে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে। যদি কেউ এই সিম ব্যবহার করে কোন ধরনের অপরাধমূলক কাজ করে তাহলে ব্যবহারকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।