কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল জিয়াউল হক বলেছেন, স্থানীয়দের সাহায্য ছাড়া রোহিঙ্গাদের অনুপ্রবেশ সম্ভব নয়।
বুধবার (২৫ ডিসেম্বর) সকালে টেকনাফের শাহপরীর দ্বীপে দুস্থ শীতার্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে জিয়াউল হক সাংবাদিকদের সাথে নানান বিষয়ে কথা বলেন।
কোস্টগার্ড মহাপরিচালক রোহিঙ্গা অনুপ্রবেশের প্রশ্নের জবাবে বলেন, স্থানীয়দের সাহায্য ছাড়া রোহিঙ্গাদের অনুপ্রবেশ সম্ভব নয়। তাই রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে জনগণের সহায়তা প্রয়োজন।
এছাড়া তাদের অনুপ্রবেশ বন্ধে কোস্টগার্ডের কার্যক্রম চলমান রয়েছে এবং যথাসম্ভব চেষ্টার মাধ্যমে আগত রোহিঙ্গাদেরকে পুষ ব্যাক করা হচ্ছে বলেও জানান জিয়াউল হক।
তিনি বলেন, দেশের সার্বিক ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা ও মহামারিসহ সকল অপ্রত্যাশিত খারাপ পরিস্থিতিতে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা প্রস্তুত রয়েছে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে কোস্ট গার্ডের নিয়মিত সহযোগিতা অব্যাহত আছে।
বাংলাদেশ কোস্ট গার্ড আওতাধীন উপকূলীয় এলাকা সমূহে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখবে।