বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর পক্ষ থেকে ছাত্রদলের নেতা ফাহিমুর রহমানের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে কক্সবাজার জেলা ছাত্রদল।
বুধবার দিবাগত রাতে কক্সবাজার শহরে কলাতলী মোড় থেকে লাবনী পয়েন্ট পর্যন্ত অসহায় এবং গরিব মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। এ ছাড়াও ফুটপাতে থাকা ভবঘুরে-অসহায় শীতার্ত মানুষকেও কম্বল দেওয়া হয়।
এসময় ফাহিমুর রহমান বলেন, বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী জননেতা সালাহউদ্দিন আহমদ ভাইয়ের পক্ষ থেকে কক্সবাজার শহরে শীতার্তদের মাঝে কক্সবাজার জেলা ছাত্রদল এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি হাতে নিয়েছি। ধাপে ধাপে কক্সবাজার শহরে অসহায় এবং গরিব মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা সাবেক ছাত্রদল নেতা ইয়াছিন আরাফাত বিপু, কক্সবাজার সিটি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আল আসিফ, কক্সবাজার জেলা ছাত্রদল নেতা মো. হোসেন মাদু, সাইদ আনোয়ার , নজরুল ইসলাম, জামাল, কক্সবাজার সিটি কলেজের ছাত্রদল নেতা শিবলী সরকারি কলেজে ছাত্রদল নেতা নিহাল, টেকনাফ পৌরসভার যুগ্ম আহবায়ক সাগর, টেকনাফ উপজেলা ছাত্রদল নেতা মানতাসি ফাহিমসহ অন্যান্যরা।