কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় অবিরাম বৃষ্টি ঝরিয়ে স্থল সুস্পষ্ট লঘুচাপটি এখন ‘গুরুত্বহীন হয়ে পড়েছে’। ফলে দেশের চার সমুদ্র বন্দর ও নদী বন্দরের সতর্কতা সংকেতও নামিয়ে দেওয়া হয়েছে।
সামনের দিনগুলোর ভারি বর্ষণের সম্ভাবনা না থাকলেও হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টি ঝরবে বলে জানিয়েছে কক্সবাজার আবহাওয়া অফিস।
শনিবার সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান টিটিএন কে জানিয়েছেন, সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই।আবহাওয়া স্বাভাবিক হতে শুরু করেছে।
মি. হান্নান বলেন, “স্থল সুস্পষ্ট লঘুচাপটি মোটামুটি গুরুত্ব হারিয়ে ফেলেছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। দক্ষিণপশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর বিস্তার লাভ করেছে।”
বৃষ্টিপাতের প্রবণতা আরও কয়দিন থাকতে পারে জানতে চাইলে তিনি বলেন, “কিছু কিছু জায়গায় থেমে-থেমে ঝিরিঝিরি বৃষ্টিপাত হবেই। তবে, গেল দুইদিনের মত এরকম ভারি বর্ষণের সম্ভাবনা নেই।”
আবহাওয়ার বর্ষপঞ্জি অনুযায়ী প্রকৃতিতে বর্ষার আগমন ঘটেছে জানিয়ে তিনি বলেন, “গত ২৫ মে থেকে বর্ষা মৌসুম শুরু হয়ে গেছে।আবহাওয়ার ভাষায় যাকে বলে প্রি মনসুন। পুরোদমে বর্ষা আসতে এখনও কিছুটা সময় আছে। তবে গ্রীষ্মের মতো গরম আর পড়বে না।”
এছাড়া বর্ষা মৌসুমে ঘূর্ণিঝড় কিংবা লঘুচাপের আর সম্ভাবনা নেই বলে জানান তিনি।তবে মৌসুমি বায়ুর একটি প্রভাব থাকতে পারে সমুদ্রে।
উল্লেখ্য মঙ্গলবার বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়, যা পরে আরো ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়। সুস্পষ্ট লঘুচাপটি বৃহস্পতিবার সকাল ৬টায় নিম্নচাপে পরিণত হয়। পরে সেটি পরিণত হয় গভীর নিম্নচাপে।
এরপর বৃহস্পতিবার থেকে তুমুল বৃষ্টি ঝরিয়ে রাতেই সেটি আবার নিম্নচাপে পরিণত হয়। শুক্রবার সন্ধ্যায় সেটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হওয়ার পর শনিবার এটি গুরুত্ব হারায়।