রামুতে অপারেশন ডেভিল হান্টে ৪ জন আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছে রামু থানা পুলিশ। শুক্রবার দিবাগত মধ্যরাতে অভিযান পরিচালনা করে ওই চার আওয়ামীলীগ নেতাদের গ্রেফতার করা হয়।
তারা হলেন, খুনিয়াপালং ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জহির উদ্দিন (৪৫), রাজারকুল ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক মোঃ নুরুল আলম (৪২), দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক আওয়ামীলীগ সভাপতি রাজা মিয়া (৫২), ফতেখাঁরকুল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামিলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ নুরুল আলম (৪৬)।
বিষয়টি নিশ্চিত করে রামু থানার ওসি তদন্ত মোঃ ফরিদ বলেন,অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে আমরা তাদের আটক করেছি। তাদের বিরুদ্ধে যথাযথ নিয়মে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।